ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৈতৃক সম্পত্তি ও রেলওয়ে থেকে ইজারা নেওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পৌর মুক্তমঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষক হুমায়ুন ভূঁইয়া, মো. শামীম আহম্মদ, সুলতান মাহমুদ ও পারভীন আক্তারসহ অনেকে অভিযোগ করে বলেন, আখাউড়ার বড় বাজার এলাকায় রেলস্টেশন সংলগ্ন তাদের এক একর এক শতক পৈতৃক সম্পত্তি এবং রেলওয়ে থেকে ইজারা নেওয়া এক একর ২৬ শতক জমি রয়েছে।
বক্তারা বলেন, গত ১৩ অক্টোবর স্থানীয় আনোয়ার হোসেন, আলী হোসেনসহ একটি চক্র ওই জমিতে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালায়।
এ সময় কয়েকজন আহত হন এবং জমিতে থাকা ভাড়াটিয়াদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তবে জমি দখলচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘মানববন্ধনে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
জায়গা দখলের কোনো ঘটনা ঘটেনি। আমি প্রয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরব।’
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘উল্লিখিত জমি এক পক্ষ রেলওয়ে থেকে লিজ নেওয়ার দাবি করছে, অপর পক্ষ পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করছে। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
টিজে/টিএ