যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে।
২০২০ সালে আব্রাহাম চুক্তির অধীনে চার মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যারমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ছিল অন্যতম। যারা মধ্যপ্রাচ্যের দেশ হওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে।
ফক্স বিজনেস নেটওয়ার্ককে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার আশা সৌদি চুক্তি করবে। আমার আশা অন্যরাও করবে। আমি মনে করি যখন সৌদি আব্রাহম চুক্তিতে স্বাক্ষর করবে তখন সবাই করবে।” আব্রাহম চুক্তিতে আরও কিছু দেশকে যুক্ত করতে গত বুধবারই কয়েকটি দেশের সঙ্গে তার বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এসব দেশ খুব শিগগিরই দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক চুক্তি করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
২০২০ সালে ট্রাম্প প্রশাসনের চেষ্টায় আরব আমিরাত, বাহরাইন ছাড়াও মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। গত সপ্তাহে ইসরায়েলের সংসদ নেসেটে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি ইরান ও ইসরায়েলের মধ্যেও সম্পর্ক স্থাপন নিয়ে কথা বলেন।
সূত্র: রয়টার্স
এসএস/টিএ