ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক এক বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি মনে করছেন, এই সিরিজে সেরা রান সংগ্রাহক হবেন বিরাট কোহলি, শুভমান গিল নন।
‘বেয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে’ ক্লার্ক বলেছেন, ‘সেরা রান সংগ্রাহক? আমার মতে এটি রোহিত শর্মা বা বিরাট কোহলি হবেন। তিন বা চার নম্বরে ব্যাট করা অস্ট্রেলিয়ায় ওপেনিংয়ের চেয়ে কিছুটা সহজ।
রোহিত ওপেন করবেন, তাই আমি বিরাটকে বেছে নিচ্ছি।’
ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা সাত মাস পর ফিরছেন জাতীয় দলে। তারা এখন শুধু ওয়ানডে খেলছেন। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেন তারা।
২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া সফরে অংশ নিচ্ছেন এই দুই ব্যাটার।
এই সিরিজের পর বিরাট ও রোহিত অবসর নেবেন কি না তা নিয়ে গুঞ্জন ছড়িয়েয়েছে। তবে এই গুঞ্জনের মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা সেই গুজব উড়িয়ে দিয়েছেন।
শুক্লা বলেছেন, ‘এটি আমাদের জন্য খুবই সুবিধাজনক (রোহিত ও বিরাটকে ওয়ানডে স্কোয়াডে রাখা)।
কারণ দুজনই অসাধারণ ব্যাটসম্যান এবং তাদের উপস্থিতিতে আমরা অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষেত্রে সফল হব।’
তিনি আরো বলেছেন, ‘এটি তাদের শেষ সিরিজ, এমনটা আমার জানা নেই। খেলোয়াড়রা কখন অবসর নেবেন তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। শেষ সিরিজ হবে বলাটা সম্পূর্ণ ভুল ধারণা।’
আইকে/টিএ