আগামী ২৪ অক্টোবর থেকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে যাত্রা করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, অন্যের নামে কেনা টিকিটে কেউ আর ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।
শুক্রবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা টিকিট বাণিজ্য ও কালোবাজারি কার্যক্রম বন্ধ হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, শুরুতে যাত্রীদের কিছুটা অসুবিধা হতে পারে, তবে এ নিয়ম কার্যকর হলে টিকিট কালোবাজারি প্রায় শূন্যে নেমে আসবে। একজনের নামে ইস্যুকৃত টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে না পারলে টিকিট বিক্রিতে স্বচ্ছতা আসবে এবং প্রকৃত যাত্রীরা উপকৃত হবেন।
অনেক দিন ধরেই সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ ছিল। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে ট্রেনে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনলাইনে টিকিট পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়, যার বড় অংশ কালোবাজারিদের হাতে চলে যায় বলে অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে গত মঙ্গলবার জেলা প্রশাসক আকস্মিকভাবে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং টিকিট ব্যবস্থাপনায় কঠোরতা আনার নির্দেশ দেন।
আইকে/টিএ