ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে ফের হাত মেলানো নিয়ে বিতর্ক

এশিয়া কাপের পর চলমান নারী ওয়ানডে বিশ্বকাপেও মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। উভয় টুর্নামেন্টেই দুটি বিষয় মিলে গেছে। তা হচ্ছে– ভারতের কাছে পাকিস্তানের বড় হার এবং ম্যাচে দুই দলের ক্রিকেটাররা হাত মেলাননি। যা পুরো এশিয়া কাপজুড়েই ছিল আলোচনার কেন্দ্রে। সেই বিতর্ক হঠাৎ ফিরে এসেছে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ শুরুর আগমুহূর্তে।

অস্ট্রেলিয়ার মাটিতে আগামীকাল (রোববার) থেকে সীমিত ওভারে দুই ফরম্যাটের সিরিজে নামবে ভারত। প্রথম ওয়ানডে ম্যাচটি হবে পার্থে। কিন্তু হঠাৎ ভারত-অস্ট্রেলিয়া সিরিজে কেন ‘নো হ্যান্ডশেক’ ইস্যু এলো সেটাই বড় প্রশ্ন। সেটি মূলত উসকে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে বানানো একটি বিদ্রুপাত্মক ভিডিও। যেখানে হাত মেলানো নিয়ে তাদের পরস্পর কৌতুকে মেতে উঠতে দেখা যায়।

অস্ট্রেলিয়া ও ভারতের মাঝে ম্যাচও বাড়তি উন্মাদনা জাগায় ক্রিকেটভক্তদের মাঝে। মাঠের লড়াইয়ের পাশাপাশি সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে ক্রিকেটারদের বাকযুদ্ধ ও চাঞ্চল্যকর আচরণ। ভারতকে উদ্দেশ্য করে প্রকাশিত ভিডিওতে ক্রিকেটাররা ইচ্ছাকৃতভাবে অংশ নিয়েছেন নাকি আগের কোনো প্রোমোশনাল ভিডিও’র অংশ যোগ করে বানানো হয়েছে সেটি অনিশ্চিত। যেখানে নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি, সোফি মলিনিক্স, অ্যালানা কিং ও গ্রেস হ্যারিস এবং পুরুষ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শ, জ্যাক-ফ্রেজার ম্যাকগার্ক, জশ হ্যাজলউড ও গ্লেন ম্যাক্সওয়েল হাসি-ঠাট্টায় মাতেন।

বিদ্রুপাত্মক ওই ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করে অস্ট্রেলিয়ার স্থানীয় স্পোর্টস চ্যানেল ‘কায়ো স্পোর্টস’। ভিডিও’র শুরুতে এক সঞ্চালক বলতে থাকেন– ‘আমরা জানি ভারত দারুণ এক দল, কিন্তু আমরা আরেকটি বিষয় আবিষ্কার করেছি যে, তাদের একটি দুর্বলতা আছে।’ তখন আরেক সঞ্চালক বলেন– ‘আমরা জানি তারা পারস্পরিক প্রথাগত সৌজন্যতা পছন্দ করেন না, যেমন- হ্যান্ডশেক। তাহলে ম্যাচ শুরুর আগে তাদের বিভ্রান্ত করে দেওয়া যায় না?’

এরপরই মার্শ-হিলিদের দৃশ্যপটে দেখা যায়। যেখানে তারা আলোচনা করেন কত অদ্ভুত উপায়ে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে ভাব-বিনিময় করা যায়। ‍উদাহরণ হিসেবে তারা দেখান- হাত না মেলানোর পরিবর্তে প্রতিপক্ষকে হাতের ইশারায় থামিয়ে দেওয়া, দূর থেকে হাই-ফাইভ দেখানো, ভারতীয় কায়দায় নমস্তে করা কিংবা দূর থেকে আক্রমণাত্মক উদযাপন করা। অজি ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতকৃত ওই ভিডিও কোন সময়ের তা অনিশ্চিত বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’। কারণ নারী বিশ্বকাপ খেলতে অনেক আগেই দেশ ছাড়েন হিলি-হ্যারিসরা। ভারতে চলমান বিশ্বকাপে এখনও অপরাজেয় দলটি সবার আগে সেমিফাইনালও নিশ্চিত করেছে।



ওই ভিডিও প্রকাশের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভারতীয় ক্রিকেটভক্তরা। তাদের রোষানলে পড়ে সেই ভিডিও সরিয়ে নেয় কায়ো স্পোর্টস। এর আগে জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সামরিক সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। যে কারণে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে এশিয়া কাপে হাত মেলানো থেকে দূরে থাকেন সূর্যকুমার-শিভাম দুবেরা। যা নিয়ে আসরজুড়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। যেখানে তিনবার মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। প্রতিবারই জিতেছে ভারত, এমনকি ফাইনালেও সালমান আগাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। পরবর্তীতে নারী বিশ্বকাপেও হারমনপ্রিত কৌর ও ফাতিমা সানা খানরা ‘নো হ্যান্ডশেক’ রীতি মেনে চলছেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ-বিএনপি-জামায়াতকে কৃতকর্মের দায় নিতে হবে : আনু মুহাম্মদ Oct 18, 2025
img
হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু Oct 18, 2025
img
থালা-বাটি হাতে এবার ‘ভূখা মিছিল’ করবেন শিক্ষকরা Oct 18, 2025
সেনা হেফাজতে তোফায়েল মোস্তফা সরোয়ার: পরিচিতদের ভিন্ন বক্তব্য Oct 18, 2025
img
বিএনপি সরকার গঠন করলে হাসপাতালে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে : তারেক রহমান Oct 18, 2025
img
জর্ডানে ব্যর্থ অ-১৬, ব্যাখ্যা নেই কোচের Oct 18, 2025
img
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে মিরাজের মন্তব্য Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দরের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি Oct 18, 2025
img
ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর Oct 18, 2025
সাংবাদিকদের ওপর মেজাজ হারালেন বিএনপি মহাসচিব! Oct 18, 2025
img
শত টন পণ্য পুড়ে ছাই হওয়ার আশঙ্কা শাহজালাল বিমানবন্দরে Oct 18, 2025
img
বিমানবন্দরের অগ্নিকাণ্ড কি দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন : ডা. শফিকুর রহমান Oct 18, 2025
img
এনসিপি হয়তো নির্বাচনে অংশ নেবে না : মোস্তফা ফিরোজ Oct 18, 2025
বাবর আজমের টি-টোয়েন্টি কমব্যাক নিশ্চিত! Oct 18, 2025
বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিবকে বুঝি Oct 18, 2025
তিন খানের গল্পে রিয়াদে মঞ্চজুড়ে হাসি, স্মৃতি আর বন্ধুত্ব Oct 18, 2025
গসিপ ও ট্রল উপেক্ষা করে নিজের পথে ইধিকা Oct 18, 2025
মান্নাত ছেড়ে ভাড়া বাড়িতে শাহরুখ খান Oct 18, 2025
অগ্নিকাণ্ডের শুরুটা কেমন দেখছিলেন আনসার ও ট্রাফিক সহায়তাকরীরা? Oct 18, 2025
রাকসু নির্বাচন শেষে কর্তৃপক্ষের উদাসীনতায় শিবিরের ক্যাম্পাস পরিষ্কার উদ্যোগ Oct 18, 2025