ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে ফের হাত মেলানো নিয়ে বিতর্ক

এশিয়া কাপের পর চলমান নারী ওয়ানডে বিশ্বকাপেও মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। উভয় টুর্নামেন্টেই দুটি বিষয় মিলে গেছে। তা হচ্ছে– ভারতের কাছে পাকিস্তানের বড় হার এবং ম্যাচে দুই দলের ক্রিকেটাররা হাত মেলাননি। যা পুরো এশিয়া কাপজুড়েই ছিল আলোচনার কেন্দ্রে। সেই বিতর্ক হঠাৎ ফিরে এসেছে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ শুরুর আগমুহূর্তে।

অস্ট্রেলিয়ার মাটিতে আগামীকাল (রোববার) থেকে সীমিত ওভারে দুই ফরম্যাটের সিরিজে নামবে ভারত। প্রথম ওয়ানডে ম্যাচটি হবে পার্থে। কিন্তু হঠাৎ ভারত-অস্ট্রেলিয়া সিরিজে কেন ‘নো হ্যান্ডশেক’ ইস্যু এলো সেটাই বড় প্রশ্ন। সেটি মূলত উসকে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে বানানো একটি বিদ্রুপাত্মক ভিডিও। যেখানে হাত মেলানো নিয়ে তাদের পরস্পর কৌতুকে মেতে উঠতে দেখা যায়।

অস্ট্রেলিয়া ও ভারতের মাঝে ম্যাচও বাড়তি উন্মাদনা জাগায় ক্রিকেটভক্তদের মাঝে। মাঠের লড়াইয়ের পাশাপাশি সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে ক্রিকেটারদের বাকযুদ্ধ ও চাঞ্চল্যকর আচরণ। ভারতকে উদ্দেশ্য করে প্রকাশিত ভিডিওতে ক্রিকেটাররা ইচ্ছাকৃতভাবে অংশ নিয়েছেন নাকি আগের কোনো প্রোমোশনাল ভিডিও’র অংশ যোগ করে বানানো হয়েছে সেটি অনিশ্চিত। যেখানে নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি, সোফি মলিনিক্স, অ্যালানা কিং ও গ্রেস হ্যারিস এবং পুরুষ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শ, জ্যাক-ফ্রেজার ম্যাকগার্ক, জশ হ্যাজলউড ও গ্লেন ম্যাক্সওয়েল হাসি-ঠাট্টায় মাতেন।

বিদ্রুপাত্মক ওই ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করে অস্ট্রেলিয়ার স্থানীয় স্পোর্টস চ্যানেল ‘কায়ো স্পোর্টস’। ভিডিও’র শুরুতে এক সঞ্চালক বলতে থাকেন– ‘আমরা জানি ভারত দারুণ এক দল, কিন্তু আমরা আরেকটি বিষয় আবিষ্কার করেছি যে, তাদের একটি দুর্বলতা আছে।’ তখন আরেক সঞ্চালক বলেন– ‘আমরা জানি তারা পারস্পরিক প্রথাগত সৌজন্যতা পছন্দ করেন না, যেমন- হ্যান্ডশেক। তাহলে ম্যাচ শুরুর আগে তাদের বিভ্রান্ত করে দেওয়া যায় না?’

এরপরই মার্শ-হিলিদের দৃশ্যপটে দেখা যায়। যেখানে তারা আলোচনা করেন কত অদ্ভুত উপায়ে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে ভাব-বিনিময় করা যায়। ‍উদাহরণ হিসেবে তারা দেখান- হাত না মেলানোর পরিবর্তে প্রতিপক্ষকে হাতের ইশারায় থামিয়ে দেওয়া, দূর থেকে হাই-ফাইভ দেখানো, ভারতীয় কায়দায় নমস্তে করা কিংবা দূর থেকে আক্রমণাত্মক উদযাপন করা। অজি ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতকৃত ওই ভিডিও কোন সময়ের তা অনিশ্চিত বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’। কারণ নারী বিশ্বকাপ খেলতে অনেক আগেই দেশ ছাড়েন হিলি-হ্যারিসরা। ভারতে চলমান বিশ্বকাপে এখনও অপরাজেয় দলটি সবার আগে সেমিফাইনালও নিশ্চিত করেছে।



ওই ভিডিও প্রকাশের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভারতীয় ক্রিকেটভক্তরা। তাদের রোষানলে পড়ে সেই ভিডিও সরিয়ে নেয় কায়ো স্পোর্টস। এর আগে জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সামরিক সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। যে কারণে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে এশিয়া কাপে হাত মেলানো থেকে দূরে থাকেন সূর্যকুমার-শিভাম দুবেরা। যা নিয়ে আসরজুড়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। যেখানে তিনবার মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। প্রতিবারই জিতেছে ভারত, এমনকি ফাইনালেও সালমান আগাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। পরবর্তীতে নারী বিশ্বকাপেও হারমনপ্রিত কৌর ও ফাতিমা সানা খানরা ‘নো হ্যান্ডশেক’ রীতি মেনে চলছেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে কাপুরুষের উপমা হয়ে থাকব : অ্যাটর্নি জেনারেল Oct 18, 2025
img
তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাবিতে মানববন্ধন Oct 18, 2025
img
শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে : মঈন খান Oct 18, 2025
img
রবিবার সিলেট বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল Oct 18, 2025
img
জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির Oct 18, 2025
img
চেন্নাই ও দিল্লি থেকে ঢাকামুখী ২ ফ্লাইট নামলো কলকাতায় Oct 18, 2025
img
নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে দীর্ঘ গাড়ির জট Oct 18, 2025
img
ফিটনেস নিয়ে নির্বাচকদের কথার জবাব মাঠেই দিলেন শামি Oct 18, 2025
img
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি Oct 18, 2025
img
রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি Oct 18, 2025
img
টাইফয়েড টিকা ক্যাম্পেইনে রংপুর পিছিয়ে Oct 18, 2025
img
আফগানিস্তান সব উপকার ভুলে গেছে : আফ্রিদি Oct 18, 2025
img
নারীরাই বিএনপিকে ক্ষমতায় আনার প্রধান শক্তি : সেলিমা রহমান Oct 18, 2025
img
শাহজালালে আগুনের ঘটনায় বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির শঙ্কা Oct 18, 2025
img
জয়ার ‘নকশী কাঁথার জমিন’ আসছে ওটিটিতে Oct 18, 2025
img
‘আপনার স্মৃতিগুলো চিরকাল অমলিন থাকবে’ Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দর এলাকায় উৎসুক জনতার ভিড় Oct 18, 2025
img
আমার জীবনের টানাপড়েন, বিচ্ছেদ সবই খোলা বইয়ের মতো : সামান্থা Oct 18, 2025
img
কাতারে আলোচনায় বসছে পাকিস্তান-আফগানিস্তান Oct 18, 2025
img
শহীদ আবদুর রবের স্মৃতিতে কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি ও জিএস Oct 18, 2025