একসময় ওয়ানডে ক্রিকেটেই সবচেয়ে সফল ছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটেই টানা হারের বৃত্তে আটকে ছিল টাইগাররা। সবশেষ ১২ ওয়ানডেতে ১১টিতেই হার নিয়ে মাঠ ছেড়েছিল লাল-সবুজের দল। খাদের কিনারায় দাঁড়িয়ে অবশেষে জয়ের ধারায় ফিরেছে মেহেদি হাসান মিরাজের দল।
শনিবার (১৮ অক্টোবর) 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২০৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের এই জয়ে বড় অবদান রাখেন লেগস্পিনার রিশাদ হোসেন। ম্যাচে ৯ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রানের বিনিময়ে একাই ৬ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। একদিনের ক্রিকেটে যা তার ক্যারিয়ার সেরা। একই সঙ্গে কোনো বাংলাদেশি স্পিনারেরও ওয়ানডেতে সেরা বোলিং ফিগারও এটি।
দলের জয়ে অবদান রাখতে পেরে বেজাই খুশি ২৩ বছর বয়সী রিশাদ। ম্যাচশেষে পুরস্কার নেওয়ার সময় এই লেগস্পিনার বলেন, 'আলহামদুলিল্লাহ, দলের জন্য অবদান রাখতে পেরেছি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। ওরকম চিন্তা করিনি। চিন্তা করেছি আমার নিজের প্রক্রিয়ার মধ্যেই থাকতে।'
ম্যাচে নিজের লক্ষ্য নিয়ে রিশাদ আরও বলেন, 'ওরা সুন্দর ব্যাটিং করছিল। চেষ্টা করছিলাম হতাশ না হয়ে ধৈর্য রাখার, সুযোগ এলে কাজে লাগানোর। আমরা ১১ জনেরই বিশ্বাস ছিল যেকোনো মুহূর্তে কামব্যাক করতে পারব। কৃতিত্ব একাদশের সবার।'
একই ভেন্যুতে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ।
ইএ/টিকে