রাষ্ট্রীয় বৈরি সম্পর্কের জেরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। তাদের জায়গায় তিন দেশের এই সিরিজে নেওয়া হয়েছে জিম্বাবুয়েকে। এছাড়া এই সিরিজে অংশ নেবে শ্রীলঙ্কা।এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আফগানিস্তান সরে দাঁড়ানোর পর পিসিবির পক্ষ থেকেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানানো হয়। সে সময় খেলার ব্যস্ততা না থাকায় জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে সম্মতি জানায়।
পাকিস্তানের মাটিতে এটিই হবে প্রথম ত্রিদেশীয় সিরিজ, যা শুরু হবে ১৭ নভেম্বর আর শেষ হবে ২৯ নভেম্বর। সবগুলো ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৭ ম্যাচের এই ত্রিদেশীয় সিরিজের প্রথম ২ ম্যাচ রাওয়ালপিন্ডিতে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের। ১৯ নভেম্বর একই ভেন্যুতে জিম্বাবুয়ে খেলবে পাকিস্তানের বিপক্ষে।
বাকি পাঁচ ম্যাচ হবে লাহোরে। ২২ নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা, ২৩ নভেম্বর পাকিস্তান-জিবাবুয়ে, ২৫ নভেম্বর শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে এবং ২৭ নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ২৯ নভেম্বরের ফাইনালে।
এসএস/এসএন