একসময় ওয়েস্ট ইন্ডিজের জয়কে মনে হচ্ছিল নিছক সময়ের ব্যাপার। সেই জায়গা থেকে ৭৪ রানের জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ, তাও মাত্র ২০৭ রানের পুঁজি নিয়ে। আর তাতে মূল অবদান রিশাদ হোসেনের। যিনি একাই শিকার করেছেন ৬ উইকেট।
এর আগে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ক্যামিওতে এনে দেন জয়ের পুঁজি। যদিও রিশাদ একা কৃতিত্ব নিতে নারাজ। ম্যাচ শেষে জয়ের কৃতিত্ব ভাগাভাগি করে নিলেন একাদশের প্রত্যেকের জন্য। ক্যারিবীয়রা বিনা উইকেটে ৫১ রান জড়ো করার পর প্রথম আঘাত রিশাদই হানেন। এরপর মোট ৬ উইকেট তুলে নেন মাত্র ৩৫ রানের খরচায়। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার নেওয়ার সময় রিশাদ জানান, 'প্রথমে আলহামদুলিল্লাহ দলের জন্য নিজে অবদান রাখতে পেরেছি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। ওরকম চিন্তা করিনি। চিন্তা করেছি আমার নিজের প্রক্রিয়ার মধ্যেই থাকব।'
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ধৈর্যের পরীক্ষা নিলেও রিশাদরা তাতে অকৃতকার্য হননি। কারণ টাইগারদের লক্ষ্যই ছিল ধৈর্য রেখে বল করে যাওয়া। এই লেগ স্পিনার বলেন, 'ওরা সুন্দর ব্যাটিং করছিল। চেষ্টা করছিলাম হতাশ না হয়ে ধৈর্য রাখার, সুযোগ এলে কাজে লাগানোর। আমরা ১১ জনেরই বিশ্বাস ছিল যেকোনো মুহূর্তে কামব্যাক করতে পারব। কৃতিত্ব একাদশের সবার।'
এসএস/টিএ