শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি হয়েছে বলে মন্তব্য করে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
গোলাম মাওলা রনি তার পোস্টে বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজ জ্বলছে। হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি। লক্ষ লোকের রুটি-রুজি বন্ধ হয়ে যাবে বহুকালের জন্য। জরুরি আমদানি-রপ্তানি পণ্য পুড়ে ছারখার। বহু শিল্প কারখানা, আমদানি-রপ্তানি প্রতিষ্ঠান পথে বসবে। শ্রমিক, সি অ্যান্ড এফ এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং কম্পানি, এয়ার লাইন এজেন্টদের কপাল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, কাস্টমস, সিভিল এভিয়েশনসহ রাষ্ট্রের রাজস্ব খাত দীর্ঘমেয়াদে কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ল। বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি। এটা কি মানবসৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ? ইয়া আল্লাহ! আপনি আমাদের হেদায়েত দিন।
এসএস/টিএ