নিজেদের মতামত প্রতিফলিত না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। এ নিয়ে সরকারের সাথে দলটির দূরত্ব নেই বলে দাবি করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের সাথে আলোচনা ফলপ্রসূ হলে ৩১ অক্টোবরের মধ্যে এনসিপি সনদে সই করতে পারে। সরকারের সাথে আলোচনা করে এনসিপি জুলাই সনদের স্বাক্ষর করেনি- এমন অভিযোগ ভিত্তিহীন বলেও জানান উপদেষ্টা।
রিজওয়ানা আরও জানান, কমিশনের সুপারিশে জুলাই সনদের আইনি ভিত্তি দেবে অন্তর্বর্তী সরকার। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। এর সাথে নির্বাচন পেছানোর কোন যোগসূত্র নেই।
উপদেষ্টা বলেন, পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবে কি-না সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
এমকে/এসএন