ঝুঁকিপূর্ণ হল সংস্কারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রহসনমূলক কালক্ষেপণের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদ।
রবিবার (১৯ অক্টোবর) সলিমুল্লাহ মুসলিম হল থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম। ডাকসু ও হল সংসদের অন্য নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
মিছিল শেষে ডাকসুর নেতৃবৃন্দ হল প্রভোস্টকে সঙ্গে নিয়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি ভিত্তিতে হল সংস্কারের দাবি জানান।
হল সংসদের পক্ষ থেকে দাবী করা হয়, অনতিবিলম্বে সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কারকাজ শুরু করতে হবে। অন্যথায় হলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
আইকে/টিএ