৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র বরাত এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।
এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরও অন্তত ১৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হামাস।
রোববার (১৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, ‘যুক্তরাষ্ট্রের এসব মিথ্যা দাবি পুরোপুরি ইসরায়েলি প্রপাগান্ডার সঙ্গে সঙ্গতিপূর্ণ।’
এছাড়া গাজায় দখলদার বাহিনীর সংগঠিত আগ্রাসন ও অপরাধ চালিয়ে যাওয়ার জন্যই এর প্রচার বলে জানায় সংগঠনটি।
এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দাবি করেছিল, হামাস যুদ্ধবিরতি ভেঙে গাজায় বেসামরিক মানুষের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা এটিকে ‘গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানায়, যেন তারা হামাসকে চুক্তির শর্ত মানতে বাধ্য করে।
হামাস এই দাবি পুরোপুরি অস্বীকার করে বলেছে, এটি আসলে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বৈধতা দেওয়ার একটি মার্কিন প্রচেষ্টা।
সূত্র: আল-জাজিরা
এমআর/এসএন