সামাজিকমাধ্যমে হঠাৎই ঝড় উঠেছে রজত বেদীর মেয়ে বীরা বেদীকে নিয়ে। ১৮ বছরের এই তরুণীর রূপ-সৌন্দর্য নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা। বিশেষ করে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে বীরার হুবহু মিল দেখা দিয়েছে, যা নিয়ে ব্যাপক চর্চা চলছে। কেউ আবার ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও তুলনা টানছেন।
সম্প্রতি পরিচালক আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর লাল গালিচায় হাজির হয়েছিলেন বীরা বেদী ও তার বাবা রজত বেদী। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়তেই বীরা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে।
নেটিজেনরা বীরার গায়ের রং, হালকা বাদামি চুল ও নীলাভ চোখের মণির কথা উল্লেখ করে বলছেন, যেন ছোটবেলায় ফিরে এসেছে কারিনা কাপুরের সেই নির্দোষ সৌন্দর্য। একজন লিখেছেন, বীরাকে দেখে মনে হচ্ছে যেন পুরোনো দিনের কারিনা। অন্য একজন মন্তব্য করেছেন, কারিশমা-কারিনার ছোঁয়া যেন ফুটে উঠেছে বীরার রূপে। আবার কেউ বলেছেন, বীরা ১০টা কারিনার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারেন।
যদিও এত বেশি আগ্রহ ও তুলনা দেখে খুশি হলেও রজত বেদী কিছুটা উদ্বিগ্ন। তিনি অনুরোধ করেছেন, তাঁর মেয়ের সঙ্গে এত বড় তারকাদের তুলনা না টানতে। রজত বলেন, আমাদের ভালোবাসা পেয়ে আমরা কৃতজ্ঞ, তবে বীরা এখনো ছোট, পড়াশোনা করছে। দয়া করে বড় বড় তারকার সঙ্গে ওর তুলনা করবেন না। এত মানুূষের আগ্রহ দেখে খানিকটা ভয় পাচ্ছি।
২০০৪ সালে কানাডায় পাড়ি জমান রজত বেদীর পরিবার। বর্তমানে সেখানে কলেজে পড়াশোনা করছেন বীরা। সামাজিকমাধ্যমে তার প্রোফাইল ‘ব্যক্তিগত’ রাখা হয়েছে, তাই বাইরে তার ছবি বা ভিডিও কমই দেখা যায়।
এসএন