আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ঠাসা সূচির মধ্যে শ্রীলঙ্কার কাছ থেকে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি হতে পারে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝামাঝি সময়ে।
গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বললেন, ‘শ্রীলঙ্কা থেকে প্রস্তাব এসেছে। বিপিএলের আগে আয়ারল্যান্ড সিরিজের পরপরই হবে এটা। ২ ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এদিকে বিপিএল শুরুর সম্ভাব্য সময় আগামী ১৪-১৫ ডিসেম্বর। অর্থাৎ দুই সপ্তাহের একটি বিরতি আছে। এই সময়ে শ্রীলঙ্কার প্রস্তাবে ত্রিদেশীয় সিরিজটি খেলতে চায় বিসিবি।
যদিও দুই মাস ধরে টানা খেলার মধ্যে আছেন ক্রিকেটাররা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্রাম বলতে ওই সময়টুকুই। এ জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কা তৃতীয় কোন দেশকে আমন্ত্রণ জানিয়েছে, সেটি না জানলেও ত্রিদেশীয় সিরিজটি খেলার ব্যাপারে ইতিবাচক বিসিবি।
এসএস/টিএ