
নয় বছর পর লিভারপুলের মাঠে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে ২-১ গোলে লিভারপুলকে হারিয়েছে রুবেন আমোরিমের দল। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাকঅ্যালিস্টারদের এটি টানা চতুর্থ হার।
অ্যানফিল্ডে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচের সাক্ষী হলো দর্শক। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্রায়ান এমবেউমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৭৮ মিনিটে কোডি গাকপোর গোলে সমতায় ফেরে অল রেডরা। ৬ মিনিট পরে আমোরিমের দল আবার এগিয়ে যায় হ্যারি ম্যাগুয়ারের হেডে। শেষ পর্যন্ত এই গোলটি ধরে রেখেই অ্যানফিল্ডে অনেক বছর পর জয় নিয়ে ফেরে ইউনাইটেড।
এই হারে শীর্ষে থাকা আর্সেনালের (১৯) চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে লিভারপুল। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের নয়ে উঠেছে ম্যাগুয়ারেরা।
ইএ/টিএ