প্রবীণ পরিচালক সুরাজ বরজাত্য আগামী ১ নভেম্বর থেকে তাঁর পরবর্তী হৃদয়স্পর্শী পারিবারিক ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। এই ছবিতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা এবং শারভারী। ছবিটির শিরোনাম এখনও প্রকাশিত হয়নি। এটি রাজশ্রী প্রোডাকশনসের মাহাবীর জৈন ফিল্মসের সঙ্গে পুনর্মিলন, যা ২০২২ সালে ‘উঁচাই’ ছবির সাফল্যের পর নতুন উত্সাহের সঙ্গে এগোচ্ছে।
চলচ্চিত্রটি দর্শকরা বরজাত্যর স্বতন্ত্র আবেগঘন গল্প বলার শৈলীর প্রতিশ্রুতি হিসেবে দেখবেন। ছবিটি যৌথভাবে উপস্থাপন করছে রাজশ্রী প্রোডাকশনস, মাহাবীর জৈন ফিল্মস এবং অনিতা গুরনানি। আয়ুষ্মান, যিনি সম্প্রতি তাঁর দীপাবলির মুক্তি ‘থম্মা’-র পর দর্শকের হৃদয় জয় করেছেন, FICCI Frames 2025-এ আনুষ্ঠানিকভাবে এই প্রজেক্ট নিশ্চিত করেছেন।
মাহাবীর জৈন প্রোডাকশন এবং রাজশ্রী প্রোডাকশনের এই সহযোগিতা নতুন মাত্রা যোগ করেছে, যা ‘নাগজিলা’-র মতো বড় প্রজেক্টের পর মাহাবীর জৈনের ক্যারিয়ারে আরও গৌরব যোগ করবে। অন্যদিকে শারভারীও আলোচনায় আছেন, কারণ এই ক্রিসমাসে মুক্তি পেতে যাচ্ছে ওয়াইআরএফ-এর নারী-কেন্দ্রিক স্পাই থ্রিলার ‘আলফা’।
রোমান্টিক পারিবারিক বিনোদনের এই প্রজেক্টটি শক্তিশালী কাস্ট ও নির্মাতাদের উপস্থিতিতে ইতিমধ্যেই ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি হিসেবে সমালোচক ও ভক্তদের মন জয়ের প্রস্তুতি নিচ্ছে।
ইএ/টিএ