গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া শফিউদ্দিন রোডে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ৪ জন ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।
নিহত জিহাদ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।
তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র এবং বর্তমানে পরিবারসহ টঙ্গীর দেওর আদর্শপাড়ায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেমিস্টার ফি পরিশোধের জন্য রবিবার রাতে জিহাদ বাসা থেকে তিন হাজার টাকা নিয়ে বের হন। পথে আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ক্রমাগত ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, তবে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে জড়িত থাকার অভিযোগে চার ছিনতাইকারীকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।
আটক ব্যক্তিরা হলেন— টঙ্গীর এরশাদনগর এলাকার ফজল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২০), হারুনের ছেলে স্বাধীন (২০), নাসিরের ছেলে আল-আমিন (২৪) এবং এক অজ্ঞাতনামা যুবক।
টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার এএসআই জহিরুল ইসলাম বলেন, ‘নিহত কলেজছাত্র জিহাদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরপি/টিকে