৮-১০ টা বিয়ে হওয়া কোনো অন্যায় নয় : কাশেমী

একসাথে ৪ স্ত্রীর বেশি রাখা বৈধ নয়। তবে জীবনে ৮/১০টা বিবাহ হওয়া কোনো অন্যায় বা ভর্ৎসনার বিষয় নয়-এমনটাই মন্তব্য করেছেন আইডিয়াল ম্যারেজ ব্যুরোর কর্ণধার ও ইসলামী বক্তা মামুনুর রশিদ কাশেমী।

তাঁর এই প্রতিষ্ঠান সম্পর্কে তিনি ওয়েবসাইটে লিখেছেন, কোনো গতানুগতিক ঘটক অফিস নয়। এটি উলামায়ে কেরামের তত্ত্বাবধায়নে পরিচালিত একটি বিশ্বস্ত প্লাটফর্ম।

এখানে মুসলিম উম্মাহের সুখী দাম্পত্য জীবন গড়ার সুপরামর্শ দেয়া হয়। বিবাহ, তালাক ও দাম্পত্য জীবনের সকল বিষয়ে শরয়ী দিকনির্দেশনা দেয়া হয় এবং সকল নারী-পুরুষের সহজে বিবাহের জন্য দাওয়াতী মেহনত করা হয়‌। এই প্লাটফর্ম থেকে মাসনা,সুলাছা,রুবাআ ও ওয়াহেদা দীনদার পাত্রী ও পাত্রের সন্ধান পাওয়া যায়।

কাশেমী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের লাখ লাখ মানুষ এমন রয়েছে, যার একটা স্ত্রী টিকতে এই পর্যন্ত ৩/৪টা বিবাহ হয়েছে। কারো স্ত্রী পরপর দুইটা মারা গিয়েছে। করো একটা মারা গিয়েছে একটা ডিভোর্স হয়েছে। এভাবেই ৩/৪টা বিয়ে হওয়ার পর আপাতত তার একজন স্ত্রী আছে। অতএব যারা একত্রে চারজন স্ত্রী রাখবে, এটাই স্বাভাবিক যে তারও দুই তিনটা স্ত্রী সাথে যৌক্তিক কারণে তালাক হতে পারে। সাহাবাদের জীবনেও অনেক তালাক হয়েছে।


তবে নির্যাতনকারী স্বামীর বিষয়ে লিখেছেন, হ্যাঁ, যদি সত্যিই কেউ জুলুম করে তাহলে এক বৌ হোক আর একাধিক সবাই অপরাধী। যে জালেম, সে এক স্ত্রীর উপরও জুলুম করে। আর যে আদেল সে একাধিক স্ত্রীর প্রতিও আদেল। এই জন্যই এক স্ত্রীর উপর জুলুমকারী বাংলাদেশে লাখ লাখ পুরুষ রয়েছে।

লাখ লাখ নারী নির্যাতন মামলা ঝুলছে, যদিও অধিকাংশই মিথ্যা মামলা। তা কারোর অজানা নয়। ঠিক দ্বিতীয় তৃতীয় বিবাহকারী অনেক পুরুষও স্ত্রীদের প্রতি জালিম হয়, পুরোপুরি ইনসাফ আদায় করে না। আমরা তাদেরকে সঠিক পথে আসার আহ্বান জানাই।

কাশেমীও একাধিক বিয়ে করেছেন জানিয়ে লিখেছেন, যারা আমাকে বা অন্য যে কারো নামে ৮/১০টা বিবাহ করেছে বলে খারাপ মন্তব্য করেন। তাদেরকে একটি কথা বলবো: আজ নাস্তিক, মুরতাদদের সুরে সুর মিলিয়ে আপনিও যদি অনেকগুলো বিবাহ এবং তালাককে জঘন্য বলেন, আর বর্তমান সময় এটা বুঝিয়ে দেন যে, যাদের জীবনে অনেকগুলো বিয়ে হয়েছে তারা খারাপ মানুষ। আর এটাই যদি স্টাবলিস্ট হয়ে যায়, আগামী প্রজন্ম যখন সাহাবাদের ১০/১৫টি বিবাহের কথা শুনবে, রাসূল সা: এর ১৫/১৬টি বিবাহের কথা যখন শুনবে সেদিন, তাদেরকেও গালি দিয়ে আপনার সন্তান নাস্তিক হবে।

তিনি ব্যাখ্যা দেওয়ার কারণ উল্লেখ করে বলেন, আরে নাস্তিকরা তো নবীদেরকেও একাধিক স্ত্রী নিয়ে গালি দেয়। এমনকি জান্নাতে ৭০জন স্ত্রী হবে এটা নিয়েও মন্তব্য করে। আপনিও তাদের সুরে সুর মিলাচ্ছেন। আর এই জন্যই বিষয়গুলোকে স্পষ্ট করার চেষ্টা করছি। সাহাবাদের জীবনে অনেকগুলি বিবাহ হয়েছে, অনেকগুলো তালাক হয়েছে, তবে সবগুলো ছিল যৌক্তিক এবং আদর্শিক। অতএব বর্তমানেও যদি কারো অনেকগুলো বিবাহ হয় এবং তালাক হয়, চাই এক স্ত্রী আলা হোক বা একাধিক স্ত্রী বিশিষ্ট, যদি তাদের তালাকের মাঝে কোন জুলুম অত্যাচার না থাকে, উভয়ে যদি আদর্শিক হয় তাহলে কোন সমস্যা নেই।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

তালাকের পর হিরো আলমের মেসেঞ্জারে মেয়েদের ভিড় Oct 20, 2025
শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করলেন গণঅধিকার পরিষদ Oct 20, 2025
বাঁশির সুরে ৪০ বছরের জীবন! দারিদ্র্য ছিল যার নিত্যসঙ্গী! Oct 20, 2025
নোয়াখালীর ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল Oct 20, 2025
img
সামাজিক মাধ্যমে পরিণীতিকে শুভেচ্ছা জানালেন "দেশী গার্ল" Oct 20, 2025
img
জামায়াতের বিপক্ষে কথা বললে তাদের বট টিম হাজির হয়ে যায় : হান্নান মাসউদ Oct 20, 2025
img
বগুড়ায় হামলার ঘটনা নিয়ে সারজিসের প্রতিক্রিয়া Oct 20, 2025
img
এই দেশ কারো বাপের না, কোনো পরিবারেরও না : রফিকুল ইসলাম Oct 20, 2025
img

কার্গো হাউজে আগুন

২ দিন পর পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি করলো ফায়ার সার্ভিস Oct 20, 2025
img
৩০ বছর পরে দর্শকদের হৃদয়ে অমলিন রাজ-সিমরানের প্রেম Oct 20, 2025
img
বড় পর্দায় এখনই নয়, সময় নিয়ে আসতে চান তটিনী Oct 20, 2025
img
ক্ষমতায় গেলে পিআর ঠিক করে নিয়েন : ফারুক Oct 20, 2025
img
সারা দেশের মানুষ এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত: গোলাম পরওয়ার Oct 20, 2025
img
গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই: তথ্য উপদেষ্টা Oct 20, 2025
img
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করবে বাংলাদেশ, বিশ্বাস মুশতাক আহমেদের Oct 20, 2025
img
‘কেউ আমাদের আলাদা করতে পারবে না’ Oct 20, 2025
img
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা Oct 20, 2025
img
বিমানবন্দরসহ সাম্প্রতিক অগ্নিকাণ্ড নাশকতা কি না, এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া Oct 20, 2025
img
দীপাবলির আয়োজনে ধোঁয়াশায় আচ্ছন্ন নয়াদিল্লি Oct 20, 2025
img
ফুটবলার বাছাইয়ে বাংলাদেশের ৩২ কোচকে ফিফার প্রশিক্ষণ Oct 20, 2025