ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি আরও ৭০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১ মাসে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন রোগী। এ পরিসংখ্যানে প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এতে হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়ভাবে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ রোগীদের।

মৃত ওই যুবকের নাম ইমরান। তিনি সদর উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।  

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৭০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী রোগী ২১ জন এবং শিশু রয়েছে আরও ৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন রোগী। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মমেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ও জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মোস্তফা ফয়সাল রাহাত দেশের একটি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে ডেঙ্গু ওয়ার্ডে। এতে আক্রান্তদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। বিষয়টি নগরবাসীর জন্য অশনি সংকেত। এজন্য মশক নিধন কার্যক্রমে সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন এই চিকিৎসক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মমেক হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এই পরিস্থিতি সামাল দিতে বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডের ২৪টি বেডে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু এই ২৪টি ওয়ার্ডের বিপরীতে বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৭০ জন রোগী।
 
রোগীদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরজ্ঞাম থাকলেও শয্যা সংখ্যার সংকট প্রবল। এ কারণে চিকিৎসা নিতে কষ্ট হচ্ছে রোগীদের। সেই সঙ্গে সেবা প্রদানকারী জনবলেও রয়েছে ঘাটতি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।  

ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি নগরীর বাউন্ডারী রোড এলাকার বাসিন্দা মো. জামান মিয়া বলেন, ডেঙ্গু মশা নিধনে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই।

ফলে প্রতিদিনই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বর্তমানের আমিসহ আমার এলাকায় প্রায় ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমি বহুতল ভবনের ৬ তলায় বাসায় থাকি, তারপরও আমার ডেঙ্গু ধরা পড়ে ৩ দিন ধরে হাসপাতালে আছি।  

নগরীর কেওয়াটখালী এলাকার আব্দুল মতিন বলেন, হঠাৎ করে শরীরে জ্বর আসে। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারি আমার ডেঙ্গু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনের ৪ তলায় ডেডিকেটেড ওয়ার্ড চালুর পাশাপাশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক ফলোআপে রাখা হয়েছে। এক্ষেত্রে যাদের শরীরে টানা কয়েকদিন জ্বর, সর্দি এবং ঠান্ডার সমস্যা, তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

অন্যদিকে এডিস মশা নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে সম্প্রতি চালু করা হয়েছে ক্রাশ প্রোগ্রাম। কিন্তু নামমাত্র এই প্রোগ্রামের কোনো ফল পাচ্ছে না নগরবাসী। এ ধরনের কার্যক্রমকে সংশ্লিষ্ট প্রশাসনের দায়সারা কাজ বলেও মনে করছেন ভুক্তভোগীরা।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ বলেন, মশক নিধনে আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

মমেক হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

এছাড়া অক্সিজেন, স্টেরয়েড, ওষুধসহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে। আমরা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চেষ্টা করছি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চসিক মেয়র Oct 20, 2025
img
দাবি না মানলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ঘোষণা Oct 20, 2025
img
কলেজছাত্র চরিত্রে আর অভিনয় করবেন না : জোভান Oct 20, 2025
img
১৬২ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল এয়ারবাস এ৩২০ বিমান Oct 20, 2025
img
টি-টোয়েন্টিতে দারুণ মাইলফলক গড়লেন হ্যারি ব্রুক Oct 20, 2025
img
সালমান শাহর মৃত্যু : হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ Oct 20, 2025
img
নীলনকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে: ট্রাইব্যুনালে আইনজীবী Oct 20, 2025
img
এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা Oct 20, 2025
img
মিরপুরে স্পিন শক্তি বাড়াতে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার Oct 20, 2025
img
সালমান শাহ হত্যার বিচারের দাবিতে জজ কোর্টে ভক্তরা Oct 20, 2025
img
আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস Oct 20, 2025
img
ভিসা জটিলতায় ২৪ কোটি টাকার গলফ টুর্নামেন্ট খেলতে পারছেন না সিদ্দিক Oct 20, 2025
img
দেশের পরিচালকরা আমাকে সঠিকভাবে ব্যবহার করেননি : জয়া আহসান Oct 20, 2025
img
একের পর এক বিয়ের প্রস্তাবে বিব্রত হিরো আলম Oct 20, 2025
img
বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে হামলা Oct 20, 2025
img
আ. লীগের আগে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত ছিল : বরকত উল্লাহ বুলু Oct 20, 2025
img
কুখ্যাত চীনা সাইবার স্ক্যাম হাব ধ্বংসের দাবি মিয়ানমার সেনাবাহিনীর Oct 20, 2025
img
বিএনপির সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া এনসিপির জন্য সঙ্গতিপূর্ণ : জাহেদ উর রহমান Oct 20, 2025
নবীজির চমৎকার একটি ঘটনা | ইসলামিক জ্ঞান Oct 20, 2025
img
গ্রাহাম পটারকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিলো সুইডেন Oct 20, 2025