সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে একযোগে মাঠে নেমেছে প্রশাসন ও পুলিশ। ফুটপাত দখল, বেপরোয়া পার্কিং ও অবৈধ যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছেন জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত দুদিন ধরে নগরীর সড়ক ও ফুটপাতে অব্যাহত রয়েছে অভিযান।
নগরীর জিন্দাবাজার এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক সারওয়ার আলম ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজেদের দোকান বা প্রতিষ্ঠানের সামনে রাস্তা বা ফুটপাত দখল করে পসরা সাজালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সিলেটের হকাররা প্রশাসনের নির্দেশনা মেনে এখন আর রাজপথে বসছেন না, তাই দোকান মালিকদেরও সচেতন হতে হবে। নিজের পণ্য দোকানের ভেতরে রাখতে হবে, ফুটপাতে নয়। কেউ যদি নিজের দোকানের সামনে কোনো ভাসমান ব্যবসায়ীকে বসতে দেন বা বসিয়ে ব্যবসা করেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরো বলেন, আধ্যাত্মিক এই পূণ্যভূমি সবার, আমরা সবাই মিলে সিলেটকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুছ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার প্রমুখ।
আইকে/ টিএ