চোটের কারণে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি শামার জোসেফ। বাংলাদেশ সফরে আসতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় ছিল। তবুও স্কোয়াডে ছিলেন এবং বাংলাদেশ সফরেও এসেছিলেন ডানহাতি এই পেসার। যদিও ম্যাচ না খেলেই বাংলাদেশ ছাড়তে হচ্ছে তাকে।
কাঁধের চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে থেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউসি)। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ইংল্যান্ডে যাচ্ছেন শামার। ঢাকা থেকেই ইংল্যান্ডের বিমান ধরবেন ডানহাতি এই পেসার।
শামারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না জেদিয়া ব্লেডসেরও। পিঠের নিচের অংশর স্ট্রেস ফ্র্যাকচারের কারণে বাকি দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না তাঁর। বাংলাদেশ সফরের পাশাপাশি নিউজিল্যান্ড সফরও মিস করতে পারেন ক্যারিবীয় এই পেসার। বাংলাদেশ থেকে ফিরে পুনর্বাসনে থাকবেন ব্লেডস।
দুই পেসার ছিটকে গেলেও তাদের বদলি হিসেবে একজন পেসার ও একজন স্পিনার নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি দলে থাকা আকিল হোসেন ও রেমন্ড সিমন্ডস যোগ দিচ্ছেন স্কোয়াডে দলের সঙ্গে। মিরপুরের কালো মাটির উইকেটের কথা মাথায় রেখে স্পিনে শক্তি বাড়িয়েছে সফরকারীরা।
টি-টোয়েন্টিতে ভরসার প্রতীক হয়ে উঠলেও ২০২৩ সালের জুলাইয়ের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলা হয়নি আকিলের। ৩৮ ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনারের সুযোগ হচ্ছে ৫০ ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তনের। এখনো পর্যন্ত দুইটি টি-টোয়েন্টি খেলা সিমন্ডস প্রথমবার সুযোগ পেলেন ওয়ানডে দলে।
এসএস/এসএন