ধর্ম কি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিমকে গ্রাস করেছে? তার বিয়ের ছবি নিয়ে আপাতত এ রকমই আলোচনা চলছে! কারণ বিয়ের কনে একটি ছবিতেও মুখ দেখাননি। কখনও তার হাত দেখা গিয়েছে আবার কখনওবা পিঠ। সেই ছবি দেখে নাকি বিরক্ত অনেকেই। সবাই তো বিয়ের ছবিতে নবদম্পতিকেই দেখতে চান!
সমাজমাধ্যমে বেশ কিছু নেটাগরিক এবং অভিনেত্রীর অনুরাগী প্রশ্নও তুলেছেন।
২৪ বছরের অভিনেত্রীর বিয়ের খবরে খুশি হয়েছেন তার ভক্তরা। নিজের মুখ তো দূরের কথা, স্বামীর মুখও দেখাননি। আর তার এই আচরণে হতাশ সবাই।
২০১৬ সালে আমির খানের ছবি ‘দঙ্গল’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন জাইরা এর পর তাকে দেখা গিয়েছিল ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’র মতো ছবিতে। আমিরের সঙ্গে অভিনয় তাকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল।
বলিউড যখন ঘোষণা করেছিল, জাইরা আগামী প্রজন্মের অন্যতম সেরা তারকা ঠিক তখনই তিনি ঘোষণা দেন তিনি আর অভিনয় করবেন না!। মাত্র তিন বছর কাজ করে উপলব্ধি, তার ধর্মবিশ্বাসের সঙ্গে পেশাজীবনের নিত্য সংঘাত বাঁধছে। সেই সংঘাত এড়াতেই নাকি ২০১৯-এ অভিনয় ছেড়ে দেন তিনি।
পিএ/টিএ