রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩২টি তাজা ককটেল, মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ক্যাশিয়ার মান্নানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে বসিলা এলাকায় সন্ত্রাসীদের সহিংসতার পরিকল্পনার খবর পায় সেনাবাহিনী। পরে মোহাম্মদপুর ও তেজগাঁও থানার সহযোগিতায় জেনেভা ক্যাম্পের ভেতর অভিযান চালানো হয়।
অভিযান শেষে রাত ৯টার দিকে ক্যাম্পের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় ৩২টি তাজা ককটেল, গানপাউডার, মাদকদ্রব্য এবং ধারালো অস্ত্র। উদ্ধার ককটেলগুলো মধ্যরাতে বসিলা আর্মি ক্যাম্পে বিকট শব্দে নিষ্ক্রিয় করা হয়।
সেনাবাহিনীর প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই নাশকতার পরিকল্পনা চলছিলো। আটকদের পরবর্তীতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।
পিএ/টিএ