ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ছয় সপ্তাহের চোট কাটিয়ে পিএসজি দলে ফিরেছেন। তিনি আজ মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামতে পারেন।
ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় সেপ্টেম্বরের শুরুতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ২৮ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। এরপর তিনি কাতারে একটি বিশেষায়িত ক্লিনিকে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে গত সপ্তাহে অনুশীলনে ফেরেন।
শুক্রবার স্ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজির রোমাঞ্চকর ৩-৩ ড্রয়ে তিনি দলে ছিলেন না। তবে জার্মানিতে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে দেখা যেতে পারে তাকে।
এবি/টিকে