গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনকে ‘গণহত্যা ছাড়া কিছু নয়’ বলে মন্তব্য করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শুরা কাউন্সিলের (কাতারের আইনসভা) উদ্বোধনী অধিবেশনে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
আমির বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আন্তর্জাতিক সম্প্রদায় এখনো ফিলিস্তিনি জনগণের এই মর্মান্তিক ট্র্যাজেডির ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের রক্ষা করা। যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের যেন কোনোভাবেই পার পেয়ে যেতে না দেওয়া হয়।’
গাজা পরিস্থিতি নিয়ে কাতার বরাবরই সরব রয়েছে উল্লেখ করে আমির বলেন, ‘আমরা ফিলিস্তিনে ইসরায়েলের সব ধরণের লঙ্ঘন ও দমন-পীড়নের নিন্দা জানাই।’
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘গাজা উপত্যকা একীভূত ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।’
সূত্র: আল-জাজিরা
ইএ/টিকে