ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড, বাংলাদেশের ১০০

মিরপুরের কালো উইকেটে স্পিন ছাড়া বিকল্প নেই-এটা প্রথম ওয়ানডের পর আর বুঝতে বাকি নেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। এ কারণে দ্বিতীয় ওয়ানডের আগেই উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকে। এ ছাড়া আজ দুই স্পিনার দিয়ে বোলিং ইনিংস শুরু করে ক্যারিবীয়রা। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার এমন ঘটনা দেখা গেল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও ডানহাতি রোস্টন চেজ। নিজেদের ইতিহাসে ওয়ানডে প্রথমবার প্রথম পাওয়ার প্লের পুরো ১০ ওভার স্পিনার ব্যবহার করে সফরকারীরা। ৫ ওভার করেন একমাত্র উইকেটটি নেওয়া আকিল হোসেন। ৪ ওভার করেন রোস্টন চেজ। অন‍্য ওভারটি করেন খ‍্যারি পিয়ের।

এদিকে, মিরপুরের ‘বধ্যভূমিতে’ চার স্পিনার নিয়ে দল সাজিয়েছে স্বাগতিক বাংলাদেশও। বাংলাদেশ সবশেষ কবে চার স্পিনার নিয়ে খেলেছে–তা জানতে ফিরতে হবে ২০২২ সালের ১৬ জুলাইয়ে। কাকতালীয়ভাবে ওই ম্যাচেও টাইগারদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচেও বাংলাদেশ চার স্পিনার নিয়ে নেমেছিল। পেসার ছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। আজও বাংলাদেশের একাদশে তিনিই একমাত্র বিশেষজ্ঞ পেসার।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার স্পিনার নিয়ে খেলা ওই সময়ের ব্যবধান ৩ বছর ৩ মাস এবং দিনের হিসেবে ১ হাজার ১৯৩ দিন। ম্যাচটিতে তাইজুল ইসলাম ৫ উইকেট শিকার করেছিলেন। তার ঘূর্ণিতে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় স্বাগতিক ক্যারিবীয়রা। সেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৪ উইকেট এবং ৯ বল হাতে রেখে। টাইগাররা আজ একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নিয়েছে নাসুম আহমেদ ও তানভীর ইসলামকে। এ ছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। পার্টটাইমার হিসেবে সাইফ হাসানকেও কাজে লাগাতে পারবেন বাংলাদেশ অধিনায়ক।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরই মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়েছে স্বাগতিকরা। ওপেনার সৌম্য সরকারকে রেখে একে একে সাজঘরে ফিরেছেন সাইফ হাসান, তিনে নামা তাওহীদ হৃদয়, চারে নামা নাজমুল শান্ত এবং সর্বশেষ মাহিদুল অঙ্কন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা সৌম্য অপরাজিত আছেন ৪৪ রানে। তার সঙ্গী হিসেবে আছেন মিরাজ। এর আগে ছন্দে থাকা সাইফ হাসান ৬ রান করে আউট হয়েছেন। মিরপুরের দুই ওয়ানডে ম্যাচেই ব্যর্থ হলেন তিনি। প্রথম ম্যাচে ফিফটি করা তাওহীদ হৃদয় ১২ রান করে আউট হয়েছেন। নাজমুল শান্ত দুই চারের শটে ১৫ রান যোগ করে সাজঘরে ফিরেছেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ Oct 22, 2025
img
বিশ্বের দূষিত শহরের শীর্ষে দিল্লি, তালিকায় ঢাকার অবস্থান ৫ম Oct 22, 2025
img
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও দিতে হবে ১০০ টাকা Oct 22, 2025
img
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট Oct 22, 2025
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ পতন Oct 22, 2025
img
সুপার ওভারে ম্যাচ হারার পর মিরাজের মন্তব্য Oct 22, 2025
img
অর্থনীতির সর্বনাশ, দুর্নীতির পৌষ মাস : রনি Oct 22, 2025
img
বাংলাদেশি টাকায় আজকের (২২ অক্টোবর) মুদ্রা বিনিময় হার Oct 22, 2025
img
সেনা কর্মকর্তাদের আনা হয়েছে ট্রাইব্যুনালে Oct 22, 2025
img
চ্যাম্পিয়নস লিগে আজ রিয়াল-জুভেন্টাস মহারণ, একই রাতে মাঠে লিভারপুলও Oct 22, 2025
img
শিশুখাদ্য আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত শিথিল Oct 22, 2025
img
কুয়েতে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Oct 22, 2025
img
১৫ সেনা কর্মকর্তাকে আনা হচ্ছে ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার Oct 22, 2025
img
‘স্বপ্নের পুরুষ’ ড. ইউনূসের লোভ-লালসা আছে, রাগ-ক্রোধও আছে : রনি Oct 22, 2025
img
হাঙ্গেরিতে শিগগিরই হচ্ছে না ট্রাম্প ও পুতিন বৈঠক Oct 22, 2025
img
আবারও বলিউডে অভিষেক পিছিয়ে গেল অভিনেত্রী কৃতি শেট্টির Oct 22, 2025
সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না করলে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি: প্রসিকিউশন Oct 22, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 22, 2025
নির্বাচন নিরপেক্ষ রাখতে যা দরকার, সবই করা হবে: বিএনপিকে প্রধান উপদেষ্টা Oct 22, 2025
অভিবাসী শ্রমিকদের স্বাধীনতা ও সুরক্ষায় বিপ্লব Oct 22, 2025