বলিউডে ফের রোম্যান্স ফিরল। মিলানে জাভেরির পরিচালনায় মুক্তি পেল নতুন হিন্দি রোমান্টিক ড্রামা সিনেমা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’। দিওয়ালিকে সামনে রেখে মঙ্গলবার (২১ অক্টোবর) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সিমেনাটির ‘তেরে দিলপে মেরা হাক হে’ গানে মেতেছে নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গানটি এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। রিলস ভিডিও বানানো থেকে শুরু করে রোমান্টিক দৃশ্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে নেটিজেনরা এটিকে বেছে নিয়েছে।
‘দেশি মুভিজ ফ্যাক্টরি’র ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হার্শবর্ধন রানে ও সোনাম বাজওয়া। মিলান জাভেরি এবং মুশতাক শেইখ যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন।
সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও রোমান্টিক গানটি যে এতোটা জনপ্রিয়তা পাবে, তা হয়তো নির্মাতারাও আঁচ করতে পারেননি। গানটির জনপ্রিয়তার কারণে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
প্রেমের এক নিবিড় গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে কেমন সাফল্য পায়, এখন সেটাই দেখার বিষয়। তবে আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা হার্শবর্ধন ও সোনামের রোমান্টিক কেমিস্ট্রি এবং ‘তেরে দিলপে মেরা হাক হে’ গানের সুরে মেতেছে।
এসএন