গোলবন্যার ম্যাচে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৭-২ গোলের বড় ব্যবধানে জয় পায় ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। তবে প্রথমার্ধেই দুই দল ১০ জনে পরিণত হয়েছিলো।
ম্যাচটা লেভারকুসেনের মাঠে হলেও আধিপত্য ছিল পিএসজির। সপ্তম মিনিটে নুনো মেন্ডেসের দারুণ ক্রস থেকে হেডে গোল করেন উইলিয়াম পাচো। ফরাসি ক্লাবটির হয়ে এটি পাচোর প্রথম গোল।
ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল লেভারকুসেন। তবে ২৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেনি লেভারকুসেনের গ্রিমালদো। আর আট মিনিট পরই লাল কার্ড দেখে জার্মান ক্লাবটির অধিনায়ক রবার্ট অ্যান্ড্রিচ। কিন্তু ডি-বক্সের ভেতরে ফাউল করে ৩৭তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন পিএসজির ডিফেন্ডার ইলিয়া জাবারনি। তাতে পিএসজিও ১০ জনে পরিণত হয়।
সেই পেনাল্টি থেকে গোল করে লেভারকুসেনকে সমতায় ফেরান অ্যালেক্স গার্সিয়া। তখন মনে হচ্ছিল হাড্ডাহাড্ডি এক লড়াই হবে। তবে ৪১ থেকে প্রথম হাফে বাড়ানো সময়ের তৃতীয় মিনিট পর্যন্ত তিন গোল দেয় পিএসজি। এই তিন গোলের দুইটি করেন দুয়ে এবং একটি গোল আসে খভিচা কোয়ারাটসখেলিয়ার পা থেকে।
দ্বিতীয় হাফে আরও তিন গোল দেয় পিএসজি। ৬৩তম মিনিটে বদলি হিসেবে নেমে তার তিন মিনিট পরই গোল করেন ব্যালন ডি'অর জয়ী ফরাসি তারকা উসমান দেম্বেলে। ইনজুরি থেকে ফিরেই নিজের জাত চেনালেন তিনি। বাকি দুইটি গোল করেন ভিতিনহা ও নুনো মেন্ডেস। এর মাঝে ৫৪ মিনিটে এক দুর্দান্ত গোল করে ব্যবধান কমান লেভারকুসেনের অ্যালেক্স গার্সিয়া।
রাতের অন্য ম্যাচগুলোর ফলাফল
এফসি কোবেনহাভন ২-৪ বরুসিয়া ডর্টমুন্ড
নিউক্যাসল ৩-০ বেনফিকা
ইউএসজি ০-৪ ইন্টার মিলান
পিএ/এসএন