বিশ্বকাপে পাকিস্তানের বিদায়, শেষ স্লটের লড়াইয়ে ৩ দল

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে। ইতোমধ্যে সেরা চারে পা রেখেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দল হিসেবে সেমি নিশ্চিত করে বাংলাদেশ। গতকাল (মঙ্গলবার) প্রোটিয়াদের কাছে হেরে দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানেরও আসর শেষ হয়ে গেছে। ফলে শেষ দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে তিনটি দল।

ফাতিমা সানা খানের নেতৃত্বাধীন পাকিস্তান নারী দল এখন পর্যন্ত চলমান বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি। ৬ ম্যাচে তারা ৪টিতেই হেরেছে, বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কবলে পড়ে। ৬ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তলানিতে। এক ধাপ ওপরে থাকা বাংলাদেশের একমাত্র সম্বল পাকিস্তানের বিপক্ষে পাওয়া প্রথম ম্যাচে জয়। পরবর্তী ৫ ম্যাচে টানা হেরে নিগার সুলতানা জ্যোতির দল সবার আগে বিদায় নিশ্চিত করে।

এদিকে, পাকিস্তানকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েই কাল প্রোটিয়া মেয়েরা সেমিফাইনালে উঠেছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে লরা উলভার্টের দল সংগ্রহ করে ৯ উইকেটে ৩১২ রান। বৃষ্টির বাগড়ায় তারা ব্যাট করেছে ৪০ ওভার। আফ্রিকান মেয়েদের পক্ষে অধিনায়ক উলভার্ট সর্বোচ্চ ৯০, মারিজান ক্যাপ ৬৮, সুনে লুস ৬১ এবং নাদিনে ডি ক্লার্ক ৪১ রান করেন। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন সাদিয়া ইকবার ও নাশরা সান্ধু।



পরবর্তীতে আবারও বৃষ্টির কবলে পড়লে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। তখন ডিএলএস নিয়মে পাকিস্তানের লক্ষ্যটা দাঁড়ায় ২৩৪। কিন্তু ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ফাতিমা-মুনিবারা কোনোমতে ৮৩ রান তোলে। ফলে তাদের হার নিশ্চিত হয় ১৫০ রানে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন সিদরা নওয়াজ। অন্যদিকে, ক্যাপ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন প্রোটিয়াদের পক্ষে। টুর্নামেন্টে এই দুই দলেরই একটি করে ম্যাচ বাকি।

পাকিস্তানকে হারিয়ে ৬ ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে সমান ৪ জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্টও সমান ৯। নেট রানরেটের ভিত্তিতে এগিয়ে অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া। এই তিনটি দলের সঙ্গে সেমিতে উঠবে আরেকটি দল। সেই দৌড়ে এগিয়ে ভারত। ৪ নম্বরে থাকা হারমনপ্রিত কৌরদের ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারের পয়েন্ট ৪। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ফলে সেমিতে ওঠার মূল লড়াইটা এই দুই দলের মাঝে। এখনও দুই ম্যাচ বাকি উভয়ের।

কাগজে-কলমে টিকে আছে শ্রীলঙ্কাও। চামারি আতাপাত্তুর দল ৬ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে, তবে পরিত্যক্ত হওয়া দুই ম্যাচ থেকে একটি করে পয়েন্ট পেয়ে তাদের অর্জন ৪ পয়েন্ট। লঙ্কানরা শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে। ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা প্রত্যেকের সামনেই সমান ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। তবে ভারত-নিউজিল্যান্ডের দুটি করে ম্যাচ বাকি থাকায় তাদের সুযোগ বেশি। একাধিক দলের পয়েন্ট সমান হলে নেট রানরেটের ভিত্তিতে সেমিফাইনাল নিশ্চিত করা হবে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জিটুজি চুক্তির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার Oct 22, 2025
img
আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি চাঁদাবাজদের দেখার জন্য নয় : তানিয়া রব Oct 22, 2025
img
ভারতে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই দেবে গেল হেলিপ্যাড, চাকা টেনে তুলল পুলিশ-দমকল! Oct 22, 2025
img
৩ দেশ থেকে এক লাখ মেট্রিক টন সার কিনবে সরকার Oct 22, 2025
img
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই : জাহেদ উর রহমান Oct 22, 2025
img
মোদি মহান ব্যক্তি এবং আমার ভালো বন্ধু : ট্রাম্প Oct 22, 2025
img
বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার : আইন উপদেষ্টা Oct 22, 2025
img
জায়েদ খানকে আমি হিংসা করি : জয় Oct 22, 2025
img
ভারতীয় পণ্য আমদানির ওপর মার্কিন শুল্ক কমে ১৫-১৬ শতাংশ হচ্ছে Oct 22, 2025
img
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার Oct 22, 2025
img
‘তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য’ Oct 22, 2025
img
দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ Oct 22, 2025
img
দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই : ইসি মাছউদ Oct 22, 2025
img
গাজায় যুদ্ধবিরতি ‘প্রত্যাশার চেয়েও ভালো চলছে’: জেডি ভ্যান্স Oct 22, 2025
img
মন্ত্রণালয়ে গেলেন ইবতেদায়ী শিক্ষকদের ১৫ সদস্যের প্রতিনিধি দল Oct 22, 2025
img
রংপুরে অ্যানথ্রাক্স উপসর্গের ৯ রোগী শনাক্ত Oct 22, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনের আপিল শুনানি বৃহস্পতিবার Oct 22, 2025
img
ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ Oct 22, 2025
img
আবারও বাদ পড়ার শঙ্কায় সৌম্য Oct 22, 2025
img
তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ডে এনায়েত করিম চৌধুরী Oct 22, 2025