দীপাবলির রাতে শব্দবাজির দাপটে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে কলকাতার বাগবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
অভিনেতা জানান, পাশের একটি আবাসন থেকে একটানা বাজি ফোটানোর কারণে প্রচণ্ড শব্দে অসুস্থ বোধ করেন তিনি। জানালা বন্ধ রেখেও শব্দের তীব্রতা থেকে রক্ষা পাননি। পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সুরজিৎ লিখেছেন, “আমার পাড়া বাগবাজার স্ট্রিটের ৩২ নম্বর ফ্ল্যাটবাড়ির ছাদে ভয়াবহ শব্দবাজি ফাটানো হচ্ছে। আমি অসুস্থ বোধ করছি।”
অভিনেতার এই পোস্ট ভাইরাল হওয়ার পর তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। পরে সংবাদমাধ্যমকে সুরজিৎ জানান, ‘বাড়ির উঠানে গিয়েছিলাম, হঠাৎ ভয়ানক শব্দে বুক ধড়ফড় করতে থাকে। হাত-পা অবশ লাগছিল। একাধিকবার ১০০ নম্বরে ফোন করেও কোনো সাহায্য পাইনি। পরে চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি স্নায়ু শিথিল করার ওষুধ নিতে বলেন।’
এদিকে অভিনেতা অনুরোধ করেন, ‘দয়া করে শব্দবাজি ফাটানো বন্ধ হোক।’
পশ্চিমবঙ্গে দীপাবলি উপলক্ষে শব্দবাজি নিষিদ্ধ থাকলেও প্রতিবছরই এই নির্দেশনা মানা হয় না। এবারও শব্দবাজির কারণে শহরের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ ও শব্দদূষণ বেড়ে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
টিজে/এসএন