কিডনি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া উচিত

দেশে দীর্ঘ মেয়াদে কিডনি (ক্রনিক কিডনি ডিজিজেস বা সিকেডি) সমস্যায় ভোগা বেশিরভাগ রোগী ওষুধ কিনতে গিয়ে দরিদ্র হচ্ছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেক রোগীর এখন বিনামূল্যে কিডনি রোগের ওষুধ পাওয়া উচিত। কিডনি রোগীরা যাতে কম দামে কিনতে পারেন ফার্মাসিউটিক্যালস কোম্পানীগুলোর উচিত এমন ওষুধ তৈরি করা। বিনামূল্যে বা স্বল্প মূল্যে কিডনি রোগের ওষুধ পেলে দরিদ্র রোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।

মঙ্গলবার (২২ অক্টোবর, ২০২৫) রাজধানীর শেরে বাংলানগরে সরকারের ‘ন্যাশনাল ইনস্টিটিউট কিডনি ডিজিজি অ্যান্ড ইউরোলজি (নিকডু) হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে কিডনি রোগ বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ডেল্টা ফার্মা লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন ও নিকডু যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নিকডুর প্রতিষ্ঠাতা পরিচালক ও কিডনি ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. হারুন অন রশীদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ডা. দিলীপ কুমার রায়, অধ্যাপক ডা. আইয়ুব আলী চৌধুর প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিকডুর বর্তমান পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলফেসানি, সাবেক পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মহিবুর রহমান।

সেমিনারে কিডনি রোগীদের হার্ট ফেইলর এবং এমআরএ সংক্রান্ত দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ডেল্টা ফার্মার ফেনেরেননের (ট্রেড নাম ফিনফিক্স) আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এ সময় চিকিৎসকরা জানান সামর্থ্য থাকে না বলে অনেক কিডনি রোগী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ফিনেরেনন ওষুধ কিনতে পারে না। রোগীদের এমন পরিস্থিতিতে স্বয়ং কিডনি রোগ বিশেষজ্ঞরা চাচ্ছিলেন এখনকার চেয়ে আরও সাশ্রয়ী দামে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ উৎপাদন করে রোগীদের দিতে পারে কি না। তাহলে জীবনরক্ষাকারী ওষুধটি দরিদ্র কিডনি রোগীরাও কিনতে পারবেন। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ডেল্টা ফার্মা। কোম্পানিটি রোগীদের কথা বিবেচনা করে বাজারে প্রচলিত অন্যান্য ওষুধের দামের চেয়ে কম দামে ওষুধটি বাজারে নিয়ে এসেছে।

এই কোম্পানি ১০ ও ২০ মিলিগ্রামের ফিনেরেনন ট্যাবলেট (ফিনফিক্স) অর্ধেকের চেয়ে কম দামে বিক্রি করছে। ২০ মিলিগ্রামের অন্যান্য কোম্পানির ফেনেরেননের দাম ১৫০ টাকা কিন্তু ডেল্টার ফেনেরনেনের দাম (ফিনফিক্স) দাম মাত্র ৫০ টাকা। অপরদিকে অন্যান্য ওষুধ কোম্পানির ১০ মিলিগ্রামের ফিনেরেননের দাম ৮০ টাকা হলেও ডেল্টা একই পাওয়ারের ফিনফিক্সের দাম রেখেছে মাত্র ৩০ টাকা।

এ বিষয়ে রেনাল চিকিৎসকরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, যদিও দরিদ্র কিডনি রোগীরা চিকিৎসা ব্যায়ে আরও দরিদ্র হয়ে যাচ্ছে। তাদেরকে এখন বিনামূল্যে ওষুধ দেওয়া উচিত। তবে ফেনেরনেনের দাম কমে যাওয়ায় তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। জীবনরক্ষাকারী এই ওষুধটি কিনে কিডনি সুস্থ রাখতে পারবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে Oct 22, 2025
কুমিল্লা সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন Oct 22, 2025
সেনা কর্মকর্তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের Oct 22, 2025
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক জামায়াত ও এনসিপির Oct 22, 2025
সেনা কর্মকর্তাদের কারাগারে প্রেরণ বিষয়ে ব্যারিস্টার আরমান Oct 22, 2025
img
তানজিন তিশাকে নারী উদ্যোক্তার লিগ্যাল নোটিশ Oct 22, 2025
img
সালমানের মৃত্যৃর পর আমার অনেক ক্ষতি হয়েছে : ডন Oct 22, 2025
img
‘পাকিস্তানের সঙ্গে কোনও যুদ্ধ নয়’ : ট্রাম্প-মোদির ফোনালাপে বার্তা Oct 22, 2025
img

কোচ সালাউদ্দিনকে তার পুরোনো বক্তব্য স্মরণ করিয়ে

সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখের ফেসবুক পোস্ট Oct 22, 2025
img
জিটুজি চুক্তির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার Oct 22, 2025
img
আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি চাঁদাবাজদের দেখার জন্য নয় : তানিয়া রব Oct 22, 2025
img
ভারতে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই দেবে গেল হেলিপ্যাড, চাকা টেনে তুলল পুলিশ-দমকল! Oct 22, 2025
img
৩ দেশ থেকে এক লাখ মেট্রিক টন সার কিনবে সরকার Oct 22, 2025
img
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই : জাহেদ উর রহমান Oct 22, 2025
img
মোদি মহান ব্যক্তি এবং আমার ভালো বন্ধু : ট্রাম্প Oct 22, 2025
img
বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার : আইন উপদেষ্টা Oct 22, 2025
img
জায়েদ খানকে আমি হিংসা করি : জয় Oct 22, 2025
img
ভারতীয় পণ্য আমদানির ওপর মার্কিন শুল্ক কমে ১৫-১৬ শতাংশ হচ্ছে Oct 22, 2025
img
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার Oct 22, 2025
img
‘তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য’ Oct 22, 2025