ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে বাংলাদেশের রুদ্ধশ্বাস হারের পর তোপের মুখে পড়েছে টিম ম্যানেজমেন্টের একটি কৌশলগত সিদ্ধান্ত। আর সেই সূত্র ধরেই দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে তার পুরনো মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে খোঁচা দিয়েছেন জাতীয় দলের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ।
মঙ্গলবার রাতের ম্যাচে সুপার ওভারে ১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ দিনের সেরা পারফর্মার রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে পাঠায়নি। এই সিদ্ধান্ত নিয়েই মূলত সমালোচনার ঝড় ওঠে।
এই ঘটনার পর মহসিন শেখ ফেসবুকে লেখেন, ‘আপনি যখন ড্রেসিংরুমে থাকবেন না, তখন আপনি স্থানীয় খেলোয়াড়দের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুলবেন। এখন তো আপনি দায়িত্বে। এখন সেই কমনসেন্স কোথায়?’
মহসিনের এই স্ট্যাটাসটি মূলত মোহাম্মদ সালাউদ্দিনকে উদ্দেশ্য করেই লেখা। অতীতে বিপিএলে কুমিল্লার কোচ থাকাকালীন সালাউদ্দিন একাধিকবার বাংলাদেশি ক্রিকেটারদের ‘কমনসেন্স’ ও ‘ব্রেনলেস ক্রিকেট’ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। তিনি তখন বলেছিলেন, ‘আমাদের ক্রিকেটাররা মাথা ছাড়াই ক্রিকেট খেলে। ১০-১২ বছর ঘরোয়া ক্রিকেট খেলা একজন ক্রিকেটারের জানা উচিত দলে তার ভূমিকা কী।’
তিনি আরও বলেছিলেন, ‘আমাদের স্থানীয় ক্রিকেটাররা নিজেদের ক্রিকেট নিয়ে চিন্তা করে কি না তা আমি জানি না। আমাদের দেশের অনেক ক্রিকেটারেরই সবদিকে শট খেলতে পারে। কিন্তু খেলায় নামলে যেন খেই হারিয়ে ফেলে।’
ইএ/এসএন