টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন কেবল ওয়ানডে খেলছেন। ২০২৭ সালের বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে সাত মাস পর দুজনই ফিরেছেন জাতীয় দল জার্সিতে। লম্বাসময় পর ওয়ানডেতে ফেরাটা রাঙাতে পারেননি দুজনই। অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং তবুও মনে করছেন, রোহিত-কোহলিকে এখনই বাতিলের তালিকায় ফেলে দেয়ার কোন কারণ নেই।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে শুভমন গিলের নেতৃত্বে নতুন যুগের সূচনা হয়েছে ভারতের। পার্থে গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ভারতের হারের পর অ্যাডিলেডে বৃহস্পতিবার গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিডনিতে শনিবার হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
প্রথম ম্যাচে অজিদের গতি-বোলিংয়ের সামনে কেউই টিকতে পারেননি। ওপেনার রোহিতের ব্যাটে আসে ৮ রান, কোহলি ফেরেন শূন্য রানে। আশাবাদী পন্টিং বলছেন, খুব শিগগিরই ফর্মে ফিরবেন দুই মহাতারকা।
আইসিসি রিভিউ পডকাস্টে পটিং বলেছেন, ‘চ্যাম্পিয়ন ক্রিকেটারদের কখনোই বাতিলের তালিকায় ফেলার সুযোগ নেই। এই দুজন বহু বছর ধরে বিশ্বের সেরাদের মধ্যে আছেন। আগেও বলেছি, ওয়ানডেতে যতজনকে দেখেছি, তাদের মধ্যে বিরাটই সেরা।’
‘তারা ঠিকই দলে অবদান রাখার পথ খুঁজে নেবে এবং ম্যাচ জেতাবে। সেটা যদি করতে পারে, ২০২৭ বিশ্বকাপের দলেও তারা খুব সম্ভবত থাকবে। আমি তো মনে করি, এ দুজন খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে।’
‘ব্যাটিংয়ের জন্য অ্যাডিলেড দারুণ, ক্রিকেট খেলার জন্যই দারুণ জায়গা। তবে তাদের জন্য কাজটা সহজ হবে না এ কারণে যে, সাদা বলের ক্রিকেটের সবসময়ের সেরা কিছু বোলারদের মুখোমুখি হতে হবে তাদের।’
এসএস/টিএ