বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। গণমাধ্যমকে আশরাফুল নিজেই এমনটা জানিয়েছেন। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। আমি ইতিবাচক মাইন্ডসেটে আছি।’
অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বিশেষায়িত কোনো ব্যাটিং কোচ নেই। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন-ই ব্যাটিংয়ের দায়িত্ব সামলে আসছিলেন। তবে সম্প্রতি ব্যাটারদের অবনমনে আবারও ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি। ধারণা করা যাচ্ছে, ব্যাটিং কোচের দায়িত্বেই আসতে পারেন আশরাফুল। তবে সাবেক এই ক্রিকেটার এখনও দায়িত্ব নিয়ে নিশ্চিত নন।
তিনি বলেন, 'কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’ এদিকে, সূত্রের মাধ্যমে জানা গেছে, দেশের বাইরের কয়েকজনের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। অস্ট্রেলিয়ান সাবেক এক ক্রিকেটারের সঙ্গে আলোচনা নাকি অনেকদূর এগিয়েছেও। তবে এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। দেশের বাইরে থাকা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর বোর্ড সভায় আলোচনা করে ব্যাটিং কোচ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
এসএস/টিএ