মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
গত মাসের শেষ দিকে লা লিগায় রিয়াল ওবিয়েদোর বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া। তারপর থেকে তাকে পাননি কোচ হান্সি ফ্লিক।
কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন রাফিনিয়া। তার সঙ্গে ফিরেছেন আরেক ফরোয়ার্ড ফেররান তরেসও। অসুস্থতার কারণে এখনও বাইরে আছেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
চোটের কারণে বাইরে আছেন গাভি, হোয়ান গার্সিয়া, দানি ওলমো ও রবের্ত লেভানদোভস্কি। ক্লাসিকোয় তাদের পাওয়ার সম্ভাবনা নেই।
লা লিগায় আগামী রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
এই ম্যাচে হয়তো বদলি হিসেবে খেলানো হতে পারে রাফিনিয়াকে। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার অলিম্পিয়াকোসের বিপক্ষে দলের ৬-১ গোলের জয়ে আলো ছড়ানো ফের্মিন লোপেস ও মার্কাস র্যাশফোর্ডকে রেয়ালের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে।
৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শিরোপাধারী বার্সেলোনা।
এমআর