এফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু‘র তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। ভারতের দল এফসি গোয়ার বিপক্ষে দলটি জিতেছে ২-১ গোলের ব্যবধানে। যদিও ভারতে খেলতে আসেননি পর্তুগিজ মহাতারকা।
সৌদি গণমাধ্যমে খবর ছিল, ৪০ বর্ষী পর্তুগিজ মহাতারকা ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ফিটনেসের ব্যবস্থাপনায় আছেন। রোনালদো তাই অ্যাওয়ে ম্যাচটির জন্য ভ্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। আল-নাসেরের সাথে চুক্তির সময় একটি ধারা ছিল, অ্যাওয়ে ম্যাচগুলো রোনালদো চাইলে স্কোয়াডের বাইরে থাকতে পারবেন।
তৃতীয় ম্যাচের শুরুতে ১০ মিনিটের সময় আল নাসেরের অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে দলকে এগিয়ে দেন। ২৭ মিনিটের সময় ব্যবধান দ্বিগুন করেন হারুন কামারা। ৪১ মিনিটের সময় ব্রিসন ফের্নান্দেস এক গোল দিয়ে এফসি গোয়াকে ম্যাচে ফেরান।
তবে ৯২ মিনিটের সময় লাল কার্ড দেখেন গোয়ার ডেভিড তিমুর। এ জয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষে আল নাসের। দুইয়ে আছে তাজিকিস্তানের ক্লাব এফসি ইস্তিকলোল। তিনে ইরাকের ক্লাব আল-জাওরা এসসি।
এবি/টিএ