মেয়েদের বিশ্বকাপে টানা পঞ্চম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়ার মেয়েরা। ইংল্যান্ড মেয়েদের দেয়া আড়াইশ রানের কাছাকাছি সংগ্রহ তাড়ায় নেমে অ্যাশলে গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ডের ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেছেন অ্যাশলে গার্ডনার।
ইন্দোরে টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৪ রান করে তারা। জবাবে নেমে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া।
রানতাড়ায় নেমে ৬৮ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর সাদারল্যান্ড ও গার্ডনারের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
গার্ডনার ১৬ চারে ৭৩ বলে ১০৪ রান করেন। সাদারল্যান্ড অপরাজিত থাকেন ৯ চার ও ১ ছক্কায় ১১২ বলে ৯৮ রান করে। বাকিদের মধ্যে বেথ মুনি ২০ রান করেন।
ইংলিশ বোলারদের হয়ে লিন্সে স্মিথ ২ উইকেট নেন।
এর আগে ব্যাটে নেমে ইংলিশ মেয়েদের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন টমি বেমাউন্ট। ৩৮ রান করেন অ্যালিস ক্যাপসে। ২৬ রান আসে চার্লি ডিনের ব্যাট থেকে।
অজি বোলারদের হয়ে সাদারল্যান্ড ৩ উইকেট নেন। গার্ডনার ও সোফিয়ে মোলিনেক্স নেন দুটি করে উইকেট।
এমআর