ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক বাগবিতণ্ডার জেরে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠী। এতে বন্ধ রয়েছে মহাসড়কের যান চলাচল।
বুধবার (২২শে অক্টোবর) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর এলাকায় ওকিলের বাড়ি গোষ্ঠী ও আজিজের বাড়ি গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ থেকে ৩ দিন আগে রাজনৈতিক বাগবিতণ্ডার জেরে উত্তর সুহিলপুর গ্রামের ওকিলের বাড়ির গোষ্ঠীর সাদ্দাম হোসেনের সঙ্গে একই এলাকার আজিজের বাড়ি গোষ্ঠীর আক্তার মিয়ার বাগবিতণ্ডা হলে এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে গড়ায়।
এর রেশ ধরে বুধবার (২২শে অক্টোবর) রাতে মহাসড়ক অবরোধ করে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। সংঘর্ষের ফলে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করে যাচ্ছি। এখন যান চলাচল স্বাভাবিক।
এমআর