বলিউডের অভিজ্ঞ অভিনেতা জ্যাকি শ্রফ জীবনের উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন এক দীর্ঘ সময় ধরে। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিও হয়েছে আরও ইতিবাচক ও সহজ। এ অভিনেতা জানান নিজের জীবনের মূল মন্ত্র-চিন্তা নয়, সততা আর বিশ্বাসই মানুষকে এগিয়ে নিয়ে যায়।
জ্যাকি শ্রফ বলেন, “লাইফে টেনশন নেওয়ার কিছু নেই, ভিড়ু। যা হবে, দেখা যাবে। সৎ পথে কাজ করো। বাকিটা উপরওয়ালার হাতে।”
অভিনেতার এই বার্তায় জীবনের প্রতি তাঁর সহজ-সরল মনোভাব ফুটে উঠেছে। চার দশকের বেশি সময় ধরে বলিউডে দাপটের সঙ্গে কাজ করে আসছেন জ্যাকি। তার পরও তিনি আজও তরুণ অভিনেতাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন নিজের জীবনদর্শন দিয়ে।
জ্যাকি শ্রফের মতে, অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তা জীবনের গতি কমিয়ে দেয়। তাই তিনি সবাইকে পরামর্শ -দেন নিজের কাজে মন দিন, বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিন।
এবি/টিএ