ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১ লাখ ৭০ হাজার ৩৭৩ জন।
বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
এছাড়া যুদ্ধবিরতি চলাকালীন গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে আরো অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক গণহত্যা বিশেষজ্ঞরা ইতোমধ্যেই ইসরায়েলের এই হামলাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
ওয়াফা জানিয়েছে, বুধবার এক ফিলিস্তিনি সরাসরি ইসরায়েলি হামলায় নিহত হন এবং চারজনের মরদেহ উদ্ধার করে গাজার হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।
পিএ/এসএন