রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এনসিপি দলে এখন নাটক হচ্ছে। এরা উপদেষ্টাদের বলে সেইফ এক্সিট খুঁজতে। এটা নাটক। ওদের বলা হচ্ছিল এটা কিংস পার্টি।
সবাই যখন বলতেছে কিংস পার্টি, তখন কিংস পার্টির অপবাদ নিজেদের গা থেকে সরানোর জন্য তারা নাটক করতেছে।
মাসুদ বলেন, জামায়াত, বিএনপির অনেক প্রগ্রাম হয় ঢাকার বাইরে। এনসিপি তাদের প্রগ্রামের সঙ্গে যেমন প্রটোকল পায়, এরা পায় না। কাজেই যদি নিরপেক্ষতার প্রশ্ন ওঠে কিংবা নিরপেক্ষতা হারিয়েছেন এমন শীর্ষ তালিকা করি, তাহলে এক নাম্বার ড. ইউনূস নিজে।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে মাসুদ এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, পক্ষপাতদুষ্টের অভিযোগ তুললে প্রথমত এবং প্রধানত থাকবেন ড. ইউনূস নিজে। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কী? মূল কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে, যে সরকার নিজে নির্বাচনে অংশ নেবে না। তার খুব ঘনিষ্ঠ কেউ নির্বাচনে অংশ নেবে না।
মাসুদ আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে এখানে? ড. ইউনূস নিজে। এনসিপি দলটা ওনার দল। উনি নিজেই ফাইন্যান্সিয়াল টাইমসের পডকাস্টে বলেছেন আমি ওদের বললাম তোমরা দল গঠন করো।
এমকে/এসএন