বলিউডের অন্যতম খ্যাতিমান অভিনেতা ইরফান খান ২০২০ সালের ২৯ এপ্রিল মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। ৫৫ বছর বয়সে ইরফানের মৃত্যুর খবর শোকের ছায়া নেমে আসে ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মাঝে।
তবে সোশ্যাল মিডিয়ায় তার উক্তি গুলো এখনো ভক্তদের অনুপ্রাণিত করে।
তিনি বলেছিলেন, "আমরা সবাই জীবনের জাহাজে ভাসছি। হাতে শুধু দাঁড় বাওয়াটা আছে। গন্তব্য কোথায়, সেটা তো সময়ই বলবে।"
ভক্তরা বলছেন, এই কথাগুলো জীবনের অনিশ্চয়তা, মানুষে নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এবং ধৈর্য ধরে জীবনের পথে এগিয়ে যাওয়ার গুরুত্ব বোঝায়। অনেকেই মনে করছেন, উক্তিটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি শক্তিশালী বার্তা।
ইরফানের দর্শন এবং ভাবনার গভীরতা তাঁর অভিনয়ের মতোই প্রভাবশালী। জীবনকে ধীরে ধীরে উপভোগ করা, প্রতিটি মুহূর্তের গুরুত্ব বোঝা এবং নিজের পথ খুঁজে নেওয়ার প্রয়োজনীয়তা সবই এই ছোট্ট উক্তিতে প্রতিফলিত হয়েছে।
উক্তিটি প্রকাশিত হবার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভক্তরা তা শেয়ার করছেন, মন্তব্য করছেন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পাচ্ছেন। ইরফানের চিন্তাভাবনা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে, যা প্রমাণ করে যে সত্যি ও গভীর বার্তা সময়ের আবদ্ধ নয়।