বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিলো ঘটনাটি। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
অমর নায়কের মৃত্যুর পর আজও তাকে ভুলতে পারেননি ভক্তরা। সেই সাথে তার স্মৃতি নিয়ে বেঁচে আছেন প্রিয়জনেরা। যাদের সঙ্গে কাজ করেছেন সেইসব নির্মাতারাও সালমানের জীবন্ত স্মৃতি বুকে নিয়ে স্মৃতিকাতর হন।
সম্প্রতি সংবাদ মাধ্যমে কথা বলেছেন নির্মাতা রেজা হাসমত। তিনি জানিয়েছেন সালমান শাহর মৃত্যুর আগের দিনের কথা।
রেজা হাসমতের সিনেমা ‘প্রেম পিয়াসী’। এতে অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন আনোয়ারা, রাজীব, মিশা সওদাগর প্রমুখ।
এই সিনেমার ডাবিংয়ের কাজ করতে সালমান শাহ শুটিং সেটে এসেছিলেন তার মৃত্যুর একদিন আগে। রাত ১০টার দিকে সালমান শাহ তার বাবা এবং স্ত্রী সামিরাকে নিয়ে সেখানে যান। ওইদিনের আচরণ সম্পর্কে নির্মাতা জানান, ‘একজন মানুষ যদি জানেন আগামীকাল আমার শেষ দিন তাহলে সে কীভাবে এতো স্বাভাবিক থাকতে পারে। সালমান সেদিনও সেটে এসে হাসি ঠাট্টায় মেতে ছিল আমাদের সঙ্গে।’
নির্মাতা আরও জানান, ‘সালমানের বাসায় আমার দাওয়াত ছিল পরের দিন। সকালে উঠে আমি রেডি হয়েছি, তখনই ফোন এলো সালমান শাহ অ্যাক্সিডেন্ট করেছে। আমি ভেবেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট। কিন্তু না, পরে জানলাম সে আর পৃথিবীতে নেই।’
এসএন