সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ নবম সংস্করণে (এফআইআই নাইন) যোগ দিতে তিনি এই সফর করবেন। রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী এই আয়োজনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। এতে অংশ নিতে আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে তিনি রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ আয়োজনে ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই৯)-এর নবম সংস্করণে প্রধান উপদেষ্টার সঙ্গে অংশ নেবেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর এবং সৌদি আরামকো এবং এফআইআই ইনস্টিটিউটের চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগের সিইও এবং রাষ্ট্রপতির বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের সংসদ সদস্য ও রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া বিশ্বব্যাপী ব্যবসা ও বিনিয়োগ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন– ব্রেটন উডস কমিটির পরিচালক, হংকং এক্সচেঞ্জ অ্যান্ড ক্লিয়ারিং (এইচকেএক্স)-এর সাবেক চেয়ারম্যান এবং রকফেলার ফাউন্ডেশনের ট্রাস্টি লরা চা; অ্যালফাবেট এবং গুগলের প্রেসিডেন্ট এবং সিআইও রুথ পোরাট; শ্মিড ফ্যামিলি ফাউন্ডেশন অ্যান্ড শ্মিট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও সিইও এবং গুগলের প্রাক্তন সিইও ও চেয়ারম্যান ড. এরিক স্মিডট; সিটিগ্রুপের সিইও জেন ফ্রেজার; ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা, সিআইও মেন্টর ও বোর্ড সদস্য, ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা রে ডালিও; স্ন্যাপ ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ইভান স্পিগেল।

সম্মেলনে বিশ্বব্যাপী আয়ের বৈষম্য মোকাবিলা, মুক্ত বাণিজ্য এবং এর ভূ-রাজনৈতিক প্রভাবগুলোর বাইরে স্থানান্তর, টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তি, কোয়ান্টাম কম্পিউটিং এবং এআই নেতৃত্বের দিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতা এবং শক্তি রূপান্তরের অগ্রগতি এবং চ্যালেঞ্জসহ ভবিষ্যতের গঠনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হবে।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অপ্রত্যাশিত রেকর্ডে নাম লেখালেন কোহলি Oct 23, 2025
img
অসুস্থতার জন্য আমার ওজন বেড়ে গিয়েছিল: দীঘি Oct 23, 2025
img
বাংলাদেশ শ্রমজীবী মানুষের কল্যাণে ওআইসির উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ : শ্রম উপদেষ্টা Oct 23, 2025
img
বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের মামলায় নতুন ধারা সংযোজন Oct 23, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়নি, মনে করেন তার আইনজীবী Oct 23, 2025
img
এআই নিয়ম কঠোর করার পরিকল্পনা করছে ভারত Oct 23, 2025
img
বৈষম্যহীন ন্যায়বিচার দাবি ‘আয়নাঘর’ থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের Oct 23, 2025
img
পাওলি দাম ফের আলোচনায়, এবার ত্রৈলোক্যতারিণী চরিত্রে Oct 23, 2025
img
একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ Oct 23, 2025
img
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত Oct 23, 2025
img
গোপন কথা ফাঁস করলেন করণ, হতবাক জাহ্নবী Oct 23, 2025
img
আমার কোনো অনুশোচনা নেই: সাকিব Oct 23, 2025
img
চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত Oct 23, 2025
img
ছোট্ট দুয়াকে আদর করে কী নামে ডাকেন দীপিকার বোন? Oct 23, 2025
img
কাতার থেকে ব্যবহৃত যুদ্ধবিমান কেনার প্রস্তাব তুরস্কের Oct 23, 2025
img
বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর Oct 23, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি ২৮ অক্টোবর Oct 23, 2025
img
এক সিনেমার জন্য আরেকটি ছাড়লেন সাবিলা Oct 23, 2025
img
কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল Oct 23, 2025
img
দারুণ খেলেও সেঞ্চুরি মিস সাইফের Oct 23, 2025