জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এমনি অভাগা আমরা যে ভিকটিম হওয়ার পরও কাঠগড়ায়। শাপলা আমাদের দিচ্ছে না এটা জনগণের কাছে বিচার দিচ্ছি। শিক্ষকদের একটা সমাবেশে গিয়েছিলাম। সেখানে বলেছি, আপনাদের দাবির প্রতি সমর্থন আছে।
আমাদেরও একটা বিচার আছে আপনাদের কাছে। বিচারটা হচ্ছে, ইলেকশন কমিশন আমাদের সাথে এই এই করছে, আপনারা আমাদের পাশে থাকেন।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।
ভিকটিম মানে আপনি সহানুভূতি পেতে চাইবেন। এখন এটাও যদি আমাদের দোষ হয় তাহলে যেটা আমি বললাম- অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়। আমাদের হয়েছে ওই দশা। আমাদের একটা জিনিস দিচ্ছে না, যেটা আমরা পাই।
তুষার বলেন, ইসি আমাদের চা খাওয়ার ফাঁকে ইনফরমালি বলেছে যে আমরা একটা পজিশন নিয়ে ফেলেছি। এখন সরে আসা যাচ্ছে না। আপনারা আদালতে যান। আদালতে কিন্তু ইস্যুটা সেটেল্ড। ওনারা ভাবছেন আদালতে পাঠিয়ে দিয়ে, আদালতকে দিয়ে না বলিয়ে আমাদের একটা ব্লাফ দেবেন।
জাতীয় প্রতীক বিতর্ক কিংবা কোনো প্রতিষ্ঠানের লোগোর ক্ষেত্রে আদালতের স্ট্যান্ড কী এটা সবাই জানে।
তুষার আরো বলেন, ইসির এই পজিশনটা সাংবিধানিক পজিশন না। এটা একটা রাজনৈতিক পজিশন। যেটা অদৃশ্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে।
পিএ/এসএন