ওয়ান্দা নারার নাম শুনলেই ফুটবল দুনিয়ায় ঝড় ওঠে। প্রেম, বিচ্ছেদ আর বিতর্কের মিশেলে তিনি যেন একেবারে বাস্তব জীবনের নাটকীয় চরিত্র। মাউরো ইকার্দি–ম্যাক্সি লোপেজের সেই বহুল আলোচিত ত্রিভুজ প্রেমের গল্পের পর এবার তার নাম জড়াল নতুন এক বিশ্বকাপজয়ীর সঙ্গে — আর্জেন্টিনা ও চেলসির তরুণ তারকা এনজো ফার্নান্দেজ।
আর্জেন্টাইন দৈনিক ‘লা নাসিওন’র খবরে প্রকাশ, এনজোর প্রতি নাকি নতুন করে আগ্রহ দেখিয়েছেন ওয়ান্দা নারা। জানা যায়, সরাসরি বার্তা পাঠিয়ে তিনি লিখেছিলেন — ‘তোমাকে আমি ঠিক এই মুহূর্তে আশপাশে দেখলাম, চাইলে আমাকে রিপ্লে দিতে পারো।’ বার্তাটি ফাঁস হওয়ার পর থেকেই দেশের গণমাধ্যমে শুরু হয় তোলপাড়।
ঘটনাকে আরও নাটকীয় করে তুলেছে এই যে, ওয়ান্দা নারা বর্তমানে উপস্থাপনা করছেন জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘সেলিব্রিটি মাস্টারশেফ আর্জেন্টিনা’। ঠিক সেই শোতেই প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন এনজোর দীর্ঘদিনের সঙ্গী ভ্যালেন্তিনা সারভান্তেস — যিনি এনজোর দুই সন্তানের মা।
শোয়ের সেট থেকেই চাউর হয়, ওয়ান্দা আর ভ্যালেন্তিনার সম্পর্ক এখন চোখে পড়ার মতো ঠান্ডা। আগে যেখানে তাদের মধ্যে ছিল উষ্ণ বন্ধুত্ব, এখন নাকি দুজন একে অপরকে এড়িয়ে চলেন। যদিও প্রকাশ্যে ভ্যালেন্তিনা বলেছেন — “সব ঠিক আছে, কোনো সমস্যা নেই।” কিন্তু শোয়ের অভ্যন্তরের পরিবেশ তার উল্টোই ইঙ্গিত দিচ্ছে।
ওয়ান্দার ব্যক্তিগত জীবন যেন এভাবেই একেকটি অধ্যায়ে রচিত হচ্ছে বিতর্কের নতুন নতুন পর্বে। ম্যাক্সি লোপেজের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ, সতীর্থ মাউরো ইকার্দির সঙ্গে হঠাৎ বিয়ে — আর সেই ঘটনা থেকেই ইতালিতে তৈরি হওয়া ‘ওয়ান্দা ডার্বি’ — ফুটবলের সীমা ছাড়িয়ে ঢুকে পড়েছিল পপ কালচারে। ইকার্দির সঙ্গে সেই সংসারও ভেঙে যাওয়ার পর এবার তার নাম ফের নতুন প্রেমের গুঞ্জনে। এনজো–ওয়ান্দা–ভ্যালেন্তিনাকে ঘিরে ত্রিভুজ সমীকরণে আরেকবার রোমাঞ্চ জাগিয়েছে আর্জেন্টাইনের মিডিয়া।
যদিও এনজো বা ওয়ান্দা — কেউই এখনও মুখ খোলেননি। কিন্তু যে কাহিনি ফুটবল মাঠের বাইরে, আলো আর ক্যামেরার সামনে, সেখানেও স্পটলাইট এখন নিঃসন্দেহে ওয়ান্দা নারার দিকেই।
আরপি/এসএন