ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হবেন। খবর এএফপির।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে জাকার্তায় এক যৌথ সংবাদ সম্মেলনে লুলা বলেন, আমি ৮০ বছরে পা রাখতে যাচ্ছি, কিন্তু এখনো ৩০ বছরের মতো শক্তি অনুভব করি। আমি চতুর্থবারের মতো প্রার্থী হবো।
লুলা বর্তমানে ইন্দোনেশিয়া সফরে আছেন, যেখানে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে কাজ করছেন।
তিনি এর আগে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেও এবারই প্রথম প্রকাশ্যে তা নিশ্চিত করলেন।
লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে কারাবন্দি হলেও পরে মামলাটি বাতিল হয়।
২০২২ সালের নির্বাচনে তিনি ডানপন্থি নেতা জাইর বলসোনারোকে পরাজিত করে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফেরেন।
এদিকে বলসোনারোকে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফলে রক্ষণশীল শিবির এখন নতুন প্রার্থী খুঁজছে।
আরপি/এসএন