চূড়ান্ত হয়েছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনাল লাইনআপ। নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত। এর মাধ্যমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠল হারমানপ্রিত কৌরের দল।
নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ভারত। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে দলটি। ব্যাটারদের পাশাপাশি বল হাতে বোলাররাও দেখান দুর্দান্ত পারফরম্যান্স। ফলে ম্যাচের বেশিরভাগ সময়ই ভারত এগিয়ে ছিল এবং শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
এই জয়ের ফলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ পয়েন্টে তিন জয় ও তিন হারে। যদিও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা নিজেদের শেষ ম্যাচ জিতলে সমান পয়েন্টে পৌঁছাতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী বেশি জয় পাওয়া দলই অগ্রাধিকার পায়। তাই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে।
টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত ছিল ভারতের। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে চাপের মুখে পড়ে তারা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে হারমানপ্রিতরা।
অন্যদিকে, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত অপরাজিত দল। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। বাংলাদেশকে হারিয়েই প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর ইংল্যান্ড ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর তৃতীয় দল হিসেবে শেষ চারে ওঠে।
ফলে নারী বিশ্বকাপের শেষ চারে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত এই চার দলই এখন লড়বে কাঙ্ক্ষিত শিরোপার জন্য।
বিশ্বকাপের এবারের আসরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। স্বাগতিক ভারতের সেমিফাইনালে ওঠায় উত্তেজনা আরও বেড়ে গেছে। এখন দেখার বিষয়, ঘরের মাঠে খেলে হারমানপ্রিত কৌররা কি তাদের স্বপ্নের ট্রফি ঘরে তুলতে পারেন কি না।
উল্লেখ্য, নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর গৌহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর।
ইএ/টিকে