বাহরাইনে বসেছে যুব এশিয়ান গেমসের তৃতীয় আসর। প্রথম দুই আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে কোনো পদক ছাড়াই খালি হাতে ফিরতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তৃতীয় আসরে এসে ঘুচেছে সেই অপেক্ষা। দুটি পদক জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশকে এই সাফল্য এনে দিয়েছে অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল। দুই দলই ব্রোঞ্জ পদক জিতেছে। সেই সাফল্য নিয়ে আজ শুক্রবার (২৪ অক্টোবর) দেশে ফিরছে কাবাডি দল। সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
বাংলাদেশ যুব এশিয়ান গেমসে আগের দুই আসরে অংশ নিয়েছিল অন্য ইভেন্টগুলোতে। কাবাডিতে এবারই প্রথম অংশ নিয়েছিল বাংলাদেশ। প্রথমবারই সাফল্য এনে দিলেন বাংলার দামালরা। গতকাল রাতে পদক তুলে দেওয়া হয়েছে তাদের হাতে।
বুধবার শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিল বালিকা কাবাডি দল। শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম তিন ম্যাচেই হেরেছিল যথাক্রমে ইরান, ভারত ও থাইল্যান্ডের কাছে। তবে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৭-৪০ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলাদেশ।
এর একদিন পরই গতকাল ব্রোঞ্জ পদক জেতে বালক কাবাডি দল। তারা অবশ্য ফাইনালের অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু থাইল্যান্ডের কাছে হেরে সেটি সম্ভব হয়নি। বালক কাবাডি দলের শুরুটা হয়েছিল শক্তিশালী ভারতের বিপক্ষে হার দিয়ে। তবে হারের ক্ষত ভুলে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই ম্যাচে হারায় ইরান ও শ্রীলঙ্কাকে।
দুই জয়ে আশা জেগেছিল ফাইনালে খেলার। তবে তৃতীয় ম্যাচে আবারও হোঁচট খায় বাংলাদেশ। থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে। এরপর পাকিস্তানকে আর স্বাগতিক বাহরাইনকে হারিয়ে ব্রোঞ্চ পদক জেতে বালক কাবাডি দল।
টিজে/টিকে